বীরভূম: বৃহস্পতিবার থেকেই তিলপাড়া ব্যারেজে (Tilpara Barrage) একের পর এক ওয়াটার ডিভাইডার ভেঙে পড়তে শুরু করে। কয়েক দিন আগেই দুটি বড় ডিভাইডারে ফাটল ধরা পড়েছিল। সেই ফাটলই ক্রমশ বিস্তৃত হয়ে শুক্রবার পাঁচটি পিলার ভেঙে পড়ে। আর এবার তিলপাড়া ব্যারেজের ডাউনস্ট্রিমে ভেঙে পড়ল আরও ৪টি ডিভাইডার। ভেঙে পড়া মোট ডিভাইডারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮। এছাড়াও ক্ষতিগ্রস্ত ব্যারেজের আরও ৬টি ডিভাইডার।
শনিবার থেকে তিলপাড়া ব্যারেজে জরুরী ভিত্তিতে পুনর্বাসনের কাজ শুরু হয়েছে। বোল্ডার ও স্টিলের তাড় দিয়ে আড়াই মিটার ব্লক তৈরি করে ডিভাইডারগুলিকে সাপোর্ট দেওয়া হচ্ছে। অন্যদিকে, ব্যারেজের আপস্ট্রিম থেকে পাম্পের সাহায্যে বালি তুলে ডাউনস্ট্রিমের ফাঁপা জায়গাগুলিকে ভরাট করার কাজ চলছে। আজ রবিবার তিলপাড়া ব্যারেজ পরিদর্শনে হাজির হয়েছেন সেন্ট্রাল ওয়াটার কমিশনের আধিকারিক এবং রাজ্য দফতরের মুখ্য ইঞ্জিনিয়ার দেবাশীষ সেনগুপ্ত।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় চাইল্ড পর্ণোগ্রাফি শেয়ারের অভিযোগে গ্রেফতার যুবক
এদিন সাংবাদিক বৈঠকে সেচ দফতরের মুখ্য ইঞ্জিনিয়ার দেবাশীষ সেনগুপ্ত জানিয়েছেন, এই ব্রিজ প্রায় ৭২ বছরের পুরনো। তাই এমন বেহাল দশা হয়েছে ব্রিজের। সেন্ট্রাল ওয়াটার কমিশনের দেওয়া রিপোর্টকে উপেক্ষা করে তিনি জানান, এই ব্যারেজের সঙ্গে বালিঘাট বা ওভারলোডের কোনও সম্পর্ক নেই। এ বিষয়ে ওয়াটার কমিশনের আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা কোন মন্তব্য করতে চাননি। তাঁরা জানিয়েছেন, যা বলবেন চিফ ইঞ্জিনিয়ারই বলবেন।
দেখুন অন্য খবর