ওয়েব ডেস্ক: ফের সংঘর্ষ মণিপুরে (Manipur)। মঙ্গলবার মণিপুরের নোনি জেলায় (Noney District) কুকি সম্প্রদায়ের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। গুলির লড়াইয়ে নিহত হয়েছে ৫ জন বিচ্ছিন্নতাবাদী।
ভারতের এক জাতীয় সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, ঘটনাটি নুংগবা (Nungba) থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে দেইভেইজাং গ্রামের গভীর জঙ্গলে ঘটেছে। যেখানে যাতায়াতের জন্য সড়ক বা মোবাইল নেটওয়ার্ক (Mobile Network) নেই।
আরও পড়ুন: মধ্যপ্রদেশে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু ৪ কানওয়ার পুন্যার্থীর
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “ঘটনাটি যেখানে ঘটেছে সেখানে সহজে পৌঁছনো যায়না। তবে খবর পাওয়া মাত্রই আমরা নিরাপত্তাবাহিনীর একটি দল পাঠিয়েছি।” প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃত ৫ যুবক চিন কুকি মিজো আর্মি (CKMA) সদস্য। মৃতদের নাম, অ্যালেক্স, সেইবোই, পংবা, রিঙ্গো এবং র্যাম্বো।
উল্লেখ্য, ২০০৮ সালে কেন্দ্রীয় সরকার (Central Government) স্বরাষ্ট্র মন্ত্রকের নিযুক্ত একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে সাসপেনশন অফ অপারেশনস চুক্তি শুরু করে। যার লক্ষ্য ছিল মণিপুরে কুকি (Manipur Kuki) জনগোষ্ঠীর জন্য একটি রাজনৈতিক সমাধান খোঁজা। কিন্তু ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি ও চিন কুকি মিজো আর্মি কেউই এই চুক্তির অন্তর্ভুক্ত নয়। এই দুই দল নতুনভাবে গঠিত। যারা পুরনো চিন-কুকি বিদ্রোহী গোষ্ঠীগুলির ভাঙন থেকে সৃষ্টি হয়েছে। নিরাপত্তা এবং গোয়েন্দা কর্মকর্তাদের মতে, পাহাড়ি জেলা এবং ভারত-মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে প্রভাব বিস্তার ও এলাকা নিয়ন্ত্রণের প্রতিযোগিতার কারণেই এই সংঘর্ষ হয়েছে।
দেখুন অন্য খবর