ওয়েব ডেস্ক: অন্ধ্রপ্রদেশের গ্রানাইট খনিতে (Granite Quarry) মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলেই প্রাণ হারালেন ৬ জন শ্রমিক। ঘটনায় আহত আরও ১০ শ্রমিক। তাঁদের মধ্যে ৮ জনের অবস্থা বেশ গুরুতর। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বাপটলা জেলায়। মৃত শ্রমিকরা ওড়িশা (Odisha) বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, রবিবার বাল্লিকুরুভার কাছে সত্যকৃষ্ণ গ্রানাইট খনির একটি অংশ আচমকাই শ্রমিকদের উপর ধসে পড়ে। ঘটনার সময় সেখানে মোট ১৬ জন শ্রমিক উপস্থিত ছিলেন। ধস নামার ফলে কয়েকজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। এই খবর পেয়ে তড়িঘড়ি উদ্ধারকার্যে নামে প্রশাসনের উদ্ধারকারী দল। ঘটনাস্থল থেকে ৬ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে তাঁরা। গুরুতর আহত ৮ শ্রমিককে চিকিৎসার জন্য নারাসারাওপেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
আরও পড়ুন: ফের বার্ড ফ্লু আতঙ্ক! ১০ রাজ্যে ৪১টি প্রাদুর্ভাব নিশ্চিত কেন্দ্রের
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বাপটলার জেলাশাসক জে বেঙ্কট মুরলি ও পুলিশ সুপার তুষার ডুডি। ওই খনিতে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তাঁরা। অন্যদিকে, এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu)। দুর্ঘটনার কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
দেখুন অন্য খবর