নদিয়া: অবৈধভাবে ভারতে প্রবেশ করে ফের বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্ঠা। সেইসময় গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালায় পুলিশ। ধানতলা থানার পুলিশের হাতে গ্রেফতার ৭ জন বাংলাদেশি। জানা গিয়েছে, গত দুবছর আগে ভারতে প্রবেশ করে তারা। এরপরই চলে যায় আহমেদাবাদে।
মঙ্গলবার রাতে ধানতলা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাতজন বাংলাদেশিকে গ্রেফতার করে। তাদের মধ্যে চারজন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ধানতলা থানার বরণ বেরিয়া নিরালা পাড়া থেকে বাংলাদেশিদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দুবছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল ধৃত বাংলাদেশিরা। ভারতে প্রবেশ করে তারা চলে যায় আহমেদাবাদে। মঙ্গলবার রাতে ফের অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তবে, গোপন সূত্রে খবর পেয়ে পরিকল্পনা ভেস্তে দেয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে ধানতলা থানা এলাকায় এসেছিলেন ধৃতরা। এরপরই পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে ৭ জনকে। তাদের মধ্যে চারজন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। বুধবার ধৃত বাংলাদেশিদের আদালতে পাঠায় ধানতলা থানার পুলিশ।
আরও পড়ুন: প্রেমিকাকে প্রতারনা ও তাঁর মেয়েকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
পুলিশ সূত্রে খবর ধৃত বাংলাদেশিদের নাম, আব্দুল হাই শেখ, বেবি বানু, আফরোজা শেখ, রোশানা খাতুন, সালেয়া শেখ, রুবেল শেখ, এবং রুবেল মলঙ্গী, ধীতরা প্রত্যেকেই বাংলাদেশের খুলনা জেলার বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের বিরুদ্ধে এই অভিযান চলবে বলেও জানিয়েছে রানাঘাট পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা।
দেখুন খবর: