ওয়েব ডেস্ক : পাকিস্তানে (Pakistan) আততায়ীর গুলিতে মৃত্যু(Death) হল ৭ জনের। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে। ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে খবর। তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে, শনিবার টান্ডা বাঁধ এলাকায় পিকনিক থেকে ফিরছিল একদল যুবক। সেখান থেকে খারা ঘড়ি মুহাম্মদজাইতে ফিরছিলেন তারা। অভিযোগ, সেই সময় পেশোয়ার থেকে ৬৫ কিমি দক্ষিণ-পশ্চিমে কোহাট জেলার রেজি শিনো খেল অঞ্চলে ওই যুবকদের উপর হামলা চালায় আততায়ীরা। এলোপাথাড়ি গুলি চালানো হয় বলে খবর। এই হামলায় ঘটনাস্থলেই মৃত্যু (Death) হয় ৭ জনের। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। এর পর আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে আবার পেশোয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
আরও খবর : রুদ্রমূর্তিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হ্যারিকেন এরিন, ঘণ্টায় ১৬০ মাইল
কেন ওই যুবকদের উপর হামলা চালাল আততায়ীরা? তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পাকিস্তানের পুলিশ। ঘটনার পরেই এলাকাজুড়ে তল্লাশি শুরু করে পুলিশ (Police)। ব্যক্তিগত শত্রতা না এর পিছননে রয়েছে অন্য কোনও কারণ তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। সূত্রের খবর, যেখানে এই হামলা হয়েছে ওই অঞ্চলে বালোচ বিদ্রোহীদের আধিপত্য রয়েছে। ফলে এই হামলার পিছনে বালোচরা রয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে রবিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ঘটনায় মৃত্যু হয়েছে এক যাত্রীর। আহত হয়েছেন ২৪ জন। তাদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছেন বলে খবর। জানা গিয়েছে, পেশোয়ার থেকে করাচি যাওয়ার পথে লোধরান স্টেশনের কাছে লইনচ্যুত হয়ে ট্রেনটি উল্টে যায়।
দেখুন অন্য খবর :