ওয়েবডেস্ক- বৃহস্পতিবার সকাল শুরু হল ভোগান্তি দিয়ে। সকাল আটটা নাগাদ ব্যাহত হল মেট্রো পরিষেবা (Metro) । মেট্রোয় আগুনের (Fireworks) ফুলকি দেখা যায়। ফলে সেন্ট্রাল মেট্রো স্টেশনের (Central Metro Station) পর থেকে বেশ কিছুক্ষণ পরিষেবা বন্ধ রাখা হয়, ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার হয় যাত্রীরা।ঘটনাটি ঘটেছে চাঁদনী চক মেট্রো স্টেশনে (Chandni Chowk Metro Station)। মেট্রো রেকটি শহীদ ক্ষুদিরামমুখী ছিল। রেকটিকে খালি করে কারশেডে নিয়ে যাওয়া হয়। ওই রেকের যাত্রীদের পরবর্তী মেট্রোতে পাঠানো হয়। বর্তমানে পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানা যাচ্ছে। প্রায় ২০ মিনিট বন্ধ রাখা হয় পরিষেবা।
আরও পড়ুন- বর্ষা সক্রিয়, উত্তর থেকে দক্ষিণ টানা দুর্যোগ বঙ্গে
মেট্রো নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। একাধিক যাত্রীর বক্তব্য, প্রায়শই ভোগান্তির শিকার হতে হচ্ছে নানা কারণে। একে সময় ব্যবধান, তার পর রয়েছে নানা ধরনের যান্ত্রিক ত্রুটি। ঠিকভাবে সংস্কার না হওয়ার ফলেই এই অবস্থা হয়েছে। তার মধ্যে আজ জল জমার কারণে পরিষেবা ব্যাহত। কিন্তু মেট্রো কর্তৃপক্ষের কোনও হুঁশ নেই।
দেখুন আরও খবর-