ওয়েব ডেস্ক : রাজ্য থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। জানা গিয়েছে, খড়দহের (kharda) রিজেন্ট পার্ক এলাকা থেকে এই বিপুল পরিমাণ আগ্নেয়াঅস্ত্র উদ্ধার করে ব্যারাকপুর কমিশনারেটের (Barrackpore police commissionerate) তদন্তকারী দল। আগ্নেয়াস্ত্রের পাশাপাশি উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকাও। এই ঘটনায় একজনকে আটক করে পুলিশ (Police) জিজ্ঞাসাবাদ করছে বলে জানা যায়।
জানা গিয়েছে,মুঙ্গেরের এক অস্ত্র ব্যবসায়ীকে জেরা করে এই অস্ত্রের সম্পর্কে জানতে পেরেছিল পুলিশ (Police)। এর পর রিজেন্ট পার্ক এলাকায় প্রতিভা মঞ্জিল নামে একটি অ্য়াপার্টমেন্টে হানা দিয়েছিল তদন্তকারী দল। সেখান থেকে ১৫টি আগ্নেয়াস্ত্র এবং ১ হাজার রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর, মধুসূদন মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির ফ্ল্যাট থেকে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে।
আরও খবর : অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুনের অভিযোগ! চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরে
এ নিয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এমন কোনও ঘটনা আগে ঘটেনি পাড়ায়। এত পরিমাণ আগ্নেয়াস্ত্র মজুত রাখা হয়েছিল ফ্ল্যাটে তা কেউ জানতেও পারেনি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অনেকে দাবি করেছেন, এ পাড়া এমনিতেই শান্ত। তবে ফ্ল্যাটের ভিতর এত আগ্নেয়াস্ত্র রাখা হয়েছিল, তা কেউ টেরও পায়নি।
প্রশ্ন উঠছে, এত পরিমান আগ্নেয়াস্ত্র মজুত করে রাখার কারণ কী? তাহলে কি কোনও ধরণের বড়সড় হামলার পরিকল্পনা করা হচ্ছিল? ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে এত অস্ত্র আনা হয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে।
দেখুন অন্য খবর :