কলকাতা: ভরা শ্রাবণের বৃষ্টির নয়া ইনিংস শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে। ফের দক্ষিণবঙ্গে বৃষ্টি-দুর্যোগের পূর্বাভাস রয়েছে। আজ বুধবার থেকে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি শুরু হবে। একদিকে সক্রিয় ঘূর্ণাবর্ত অন্যদিকে মৌসুমি অক্ষরেখা। বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত এবং অমৃতসর থেকে পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার অবস্থানের জেরেই এই আবহাওয়ার বদল বলে জানা গিয়েছে।
বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং নদিয়া জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা। বৃহস্পতিবার ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টি। বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার , রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন সামান্য বাড়বে তাপমাত্রা। বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়বে।
আরও পড়়ুন: বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে বাড়ছে গরম ও আর্দ্রতা
বুধবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং , আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। কোচবিহার, মালদায় ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। শুক্রবার শনিবার এবং রবিবার তিন দিন ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে। সোমবারে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা।
দেখুন খবর: