ওয়েব ডেস্ক: ২০ শে জুন বড়পর্দায় মুক্তি পেয়েছে আমিরের বহু প্রতীক্ষিত ছবি ‘সিতারে জমিন পর’ (Sitare Zameen Par)। দর্শকদের প্রশংসা কুড়িয়ে ছবির মোট বাজেট (Budget) ছাপিয়ে দ্বিগুণ লক্ষ্মীলাভ হয়েছে ছবিটির। আর এবার নতুন ছবিতে দেশপ্রেমের ছোঁয়া আনতে এক নতুন উদ্যোগে হাঁটলেন অভিনেতা। স্বাধীনতা দিবসের আগে তাঁর নতুন সিনেমা দেখার সঙ্গী হলেন ভারতীয় সেনা জওয়ানরা! স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া আমির ও জওয়ানদের ভিডিও মন কেড়েছে অনুরাগীদের।
সম্প্রতি স্যোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, বেশ কয়েকজন ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে টুলে বসে নিজের নতুন ছবি সিতারে জমিন পর উপভোগ করছেন বলি অভিনেতা আমির খান (Aamir Khan)। খোদ পর্দার অভিনেতার সঙ্গে ছবি দেখার সুযোগ পেয়ে সকল সেনার চোখে মুখেই উচ্ছ্বাস ধরা পড়েছে। বড় টিভিতে ইউটিউবে চলছে ছবিটি। মন দিয়ে ছবি দেখতে ব্যস্ত অভিনেতা ও জওয়ানরা। স্বাধীনতা দিবসের আগে এমন মুহূর্ত এক নিমিষে মন কেড়েছে অনুরাগীদের। এক কথায় মুগ্ধ আমির প্রেমীরা। ভিডিও ভাইরাল হতেই ভালোবাসায় কমেন্ট সেকশন ভরিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: জাহ্নবীর সঙ্গে উত্তর ভারতের সিদ্ধার্থের রসায়ন ঝলকে উঠল ‘পরম সুন্দরী’র ট্রেলারে
উল্লেখ্য, ‘সিতারে জমিন পর’ (Sitare Zameen Par) মুক্তির আগেই একটি স্পষ্ট ঘোষণা শোনা গিয়েছিল আমিরের মুখে। ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform Release) এই ছবি মুক্তি পাবে না বলে দর্শকদের মন ভেঙেছিলেন অভিনেতা। তবে দর্শকদের মুখে খানিক হাসি ফোটাতে তিনি জানিয়েছিলেন তাঁর প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলে (Youtube Channel) ছবিটি দেখতে পাবেন দর্শকরা। ৩১ জুলাই মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে অভিনেতা জানিয়েছিলেন, ১ আগস্ট থেকে মাত্র ১০০ টাকার বিনিময়ে ছবিটি ভারত সহ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং স্পেনেও ইউটিউব চ্যানেলে (Youtube Channel) দেখা যাবে। আর এবার সেই ইউটিউবেই নিজের নতুন ছবি উপভোগ করলেন বলি অভিনেতা আমির খান।
দেখুন অন্য খবর