কলকাতা: যারা আগে বলতেন বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয় না। তারা এখন দুর্গাপুজো উদ্বোধন করতে আসছেন। দুর্গাপুজোর উদ্বোধন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ১৬ অক্টোবর সন্তোষ মিত্র স্কয়ারের পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ (Amit Shah)।
সাধারণত বিভিন্ন অনুষ্ঠানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্তোত্র বাক্য পাঠ করতে দেখা যায়। এবার সেই ভূমিকায় দেখা গেল অভিষেককে।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কণ্ঠে চণ্ডী পাঠের সংস্কৃত (Sanskrit) মন্ত্র শুনলেন নজরুল মঞ্চের দর্শকরা।
শারীরিক অসুস্থতার কারণেই শনিবার মহালয়ার দিন ‘জাগো বাংলা’র (Jago Bangla) উৎসব সংখ্যার সূচনা বাড়ি থেকে ভার্চুয়ালি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ভারচুয়ালি সেই অনুষ্ঠানে সবাইকে শারদ শুভেচ্ছা জানান । তিনি বলেন, আমি যেতাম কিন্তু পায়ের সমস্যার জন্য যেতে পারলাম না। হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পা৪য়ে চোট লাগে, পরে বার্সেলোনায় আবার চোট লাগে। ফিরে অপারেশন হয়। তার পর বড় ইনফেকশন হয়ে গিয়েছিল। এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছি। সেইসঙ্গে বার্তা দেন, বলেন, কোনও বিদ্বেষ নয়। ভাগাভাগি নয়। সবাই একসঙ্গে থাকুন।
আরও অন্য খূর দেখুন