ওয়েব ডেস্ক : তিন মাস আগে কানাডায় (Canada) খুন হয়েছিলেন ভারতীয় এক তরুণী। সেই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ (Police)। অভিযুক্তকে গত মঙ্গলবার গ্রেফতার করা হয়েছিল। তবে এই খবরটি সামনে আসে শুক্রবার, ৮ অগাস্ট। জানা গিয়েছে, ওই অভিযুক্তের নাম জারডাইন ফস্টার।
সূত্রের খবর, নিহত ওই ভারতীয় তরুণীর নাম হরসিমরত রনধাওয়া (Harsimrat Randhawa)। তিনি কানাডার (Canada) হ্যামিলটন কলেজে পড়াশোনা করছিলেন। ওই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি। গত ১৭ এপ্রিল জেমস স্ট্রিট এবং সাউথ বেন্ড রোডের সংযোগস্থলে একটি বাস স্ট্যান্ডে গুলির আঘাতে গুরুতর আহত হয়েছিলেন তিনি। এর পর পুলিশ এসে তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয় তার। সেই ঘটনার পরেই তদন্তে নেমেছিল পুলিশ।
আরও খবর : শুল্কের পাল্টা জবাব, আমেরিকা থেকে অস্ত্র-বিমান কিনবে না ভারত!
পুলিশ সূত্রে খবর, দুই গোষ্ঠীর মধ্যে গন্ডোগোল চলছিল। এর মাঝেই গুলি চালানোর ঘটনাটি ঘটে। অভিযোগ সেই সময় জারডাইন ভুলবশত হরসিমরতকে লক্ষ্য করে গুলি চালায়। যার জেরে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত। তাঁর খোঁজ কিছুতেই পাচ্ছিল না পুলিশ। তবে গত মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত জারডাইনকে গ্রেফতার করেছে পুলিশ।
সেখানকার একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, চারটি গাড়িতে থাকা কমপক্ষে সাতজন লোকের মধ্যে বিবাদ চলছিল। যাদের মধ্যে ছিল জারডাইনও। সেই সময় হঠাৎ গুলি চালানোর ঘটনাটি ঘটে। যার ফলে মৃত্যু হয় ভারতীয় ছাত্রীর (Indian Student)। এই ঘটনায় এখনও তদন্ত চালাচ্ছে পুলিশ। বাকিদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে বলে খবর।
দেখুন অন্য খবর :