কলকাতা: জোকা আইআইএমে (Joka IIM) ধর্ষণকাণ্ডে অভিযুক্ত পড়ুয়াকে শর্তসাপেক্ষ জামিন দিল আদালত। শনিবার পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হলে অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করা হয়। এদিন ৫০ হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক। তবে রাজ্য ছেড়ে বাইরে যেতে পারবেন না অভিযুক্ত পড়ুয়া। এবং নির্দিষ্ট তারিখে তাকে হাজিরা দিতে হবে থানায়।
শনিবার অভিযুক্তের জামিনের আর্জি জানান আইনজীবি। তবে, নির্যাতিতার গোপন জবানবন্দি এখনও নেওয়া যায়নি। একবার নয়, তিনবার গোপন জবানবন্দির জন্য নির্যাতিতাকে ডাকা হলও বারবার এড়িয়ে গিয়েছেন নির্যাতিতা। কিন্তু কেন? সই ব্য়াখ্যা নেই পুলিশের কাছে। আইনজীবি বলেন, “নির্যাতিতার প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষার কথা বলা হলেও মেডিক্যাল পরীক্ষা এখনও করা হয়নি”। কেন গোপন জবানবন্দি নেওয়া হয়নি, তা বিচারক জানতে চাইলে তিনি বলেন, হয়তো নির্যাতিতা ট্রমায় আছেন। তবে এক্ষেত্রে তদন্তকারী আধিকীরিকদের কোনও গাফিলতি নেই।
আরও পড়ুন : সুইসাইড নোটে পুলিশ অফিসারের নাম লিখে চরম পদক্ষেপ যুবকের
জোকা আইআইএমের (Joka IIM) বয়েজ হস্টেলে এক তরুণীকে ধর্ষণের (Rape) অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নেয় কলকাতা পুলিশ। গঠন করা হয় বিশেষ তদন্তকারী দল (SIT)। তারপর থেকেই একের পর এক তথ্য প্রকাশ্য়ে আসতে থাকে। এবার শর্তসাপ্ক্ষে জামিন দিল আদালত।
দেখুন আরও খবর