কলকাতা: বাংলা থেকে সরেছে নিম্নচাপ (Depression in Bay Of Bengal)। কিন্তু সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। যার প্রভাবে কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Rain Forecast)। রাজ্যের একাধিক জায়গায় রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা (Weather Forecast)।
হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ সরায় কমেছে বৃষ্টির দাপট। বাতাসে জলীয় বাষ্প ও আর্দ্রতার পরিমাণও রয়েছে বেশি।
আরও পড়ুন: ‘সাংঘাতিক সন্ত্রাস!’, ভিডিও শেয়ার করে ক্ষোভ প্রকাশ মমতার
কলকাতা ও আশেপাশের এলাকার আবহাওয়ার হালচাল
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের তাপমাত্রা সর্বাধিক প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি কম। একই দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৯৭ শতাংশ এবং ন্যূনতম ৭২ শতাংশ রেকর্ড করা হয়েছে।
বাংলায় কোথায় কেমন বৃষ্টি ?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৮ জুলাই দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে । উত্তরবঙ্গের কালিম্পং, মালদা ও দক্ষিণ দিনাজপুরে রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা ।
২৯ জুলাই দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা, নদিয়া, হুগলি, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে । উত্তরবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সঙ্গে বজ্রবিদ্যুৎপাতেরও সম্ভাবনা রয়েছে ।
৩০ জুলাই দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে।
৩১ জুলাই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা দেওয়া হয়েছে।
১ আগস্ট দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি রয়েছে।
দেখুন আরও খবর: