কলকাতা: দ্বিতীয় বার মা হতে চলেছেন মধুবনী গোস্বামী (Madhubani Goswami)? অভিনেত্রী নিজেই সেই জল্পনাউস্কে দিয়েছেন। নিজের ও স্বামী রাজা গোস্বামীর একটি ছবি ভাগ করে নিয়েছেন তাঁরা। ২০২১ সালে ছেলে কেশবের জন্ম দেন টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মধুবনী গোস্বামী। ছেলে, স্বামী, শ্বশুর, শাশুড়ি সকলকে নিয়ে সুখে সংসার করছেন নায়িকা। আর তার মধ্যেই ফের বাড়িতে নতুন অতিথি আসার খবর দিলেন তিনি? রাজার সঙ্গে ছবি পোস্ট করে দ্বিতীয়বার মা হওয়ার খবর ভাগ করে নিলেন মধুবনী? বুধবার রাতে সোশাল মিডিয়ায় বেবিবাম্প দেখিয়ে স্বামী রাজা গোস্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন মধুবনী গোস্বামী।ক্যাপশনে জানিয়েছিলেন, বৃহস্পতিবার অনুরাগীদের একটি সুখবর দেবেন। অনুরাগীরা অনুমান করেন, মধুবনী সম্ভবত দ্বিতীয়বার মা হতে চলেছেন। ফলে, অভিনেত্রীর ওই পোস্টের কমেন্টবক্সেও শুভেচ্ছাবার্তার জোয়ারে ভরে ওঠে। তবে বৃহস্পতিবার যখন মধুবনী আসল সুখবরটা দিলেন, তখন নেটপাড়ার রেগে কাঁই!
রাজা-মধুবনী আসলে নতুন ব্যবসা শুরু করেছেন। হ্যান্ডব্যাগের ব্র্যান্ড লঞ্চ করেছেন যার নামকরণও হয়েছে তারকাদম্পতির নামানুসারে। তবে সুখবর দিতেই খেপে উঠলেন অনুরাগীরা। যদিও নতুন এই ইনিংসের জন্য অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। তবে বুধবার রাতের পোস্ট নিয়ে আপত্তি তাঁদের। তাঁদের প্রশ্ন, ‘ব্যাগের ব্যবসা শুরু করার সঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার যোগসূত্রটা কোথায়? কারও মন্তব্য, ‘নিজের ব্যবসার স্বার্থে অন্তঃসত্ত্বা হওয়ার নাটক করলেন!’এহেন নানা কটুক্তিতে ভরে গিয়েছে।
আরও পড়ুন: নতুন হেয়ারস্টাইলে নেটপাড়া কাঁপাচ্ছেন ধোনি
ছবিতে দেখা যাচ্ছে, মধুবনীর স্ফীতোদরের সামনে বসে রয়েছেন রাজা গোস্বামী। খয়েরি রঙের একটি সালোয়ার কামিজে নায়িকাকে ছবিতে দেখা গিয়েছে। আর রাজার পরনে ছিল কালো, সাদা ও খয়েরি রঙের টি-শার্ট। ছবিতে দেখা গিয়েছে একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে রয়েছেন মধুবনী। আর তার মধ্যে সব থেকে বেশি নজর কেড়েছে নায়িকার বেবিবাম্প। অভিনেত্রী লিখেছেন, “সত্যি বলতে, আমরাও এখনও ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। যাই হোক, বিষয়টা যখন হচ্ছে, তখন তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। আগামিকালকের দিনটাই বেছে নিয়েছি। নিজের ফেসবুক পোস্টের শেষে অভিনেত্রী লিখেছেন, “সুখবরই দেব। তবে আমার বিউটি পার্লারের সঙ্গে এর কোনও যোগ নেই। এটা অন্য বিষয়।
অন্য খবর দেখুন