ওয়েব ডেস্ক: তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে সিনেমা জগতে রাজ করছেন আদিত্য চোপড়া (Aditya Chopra)। আবার ফিরলেন তাঁর পুরনো, অথচ তুফান তোলা প্রচারের ফর্মুলা নিয়ে। ২০২৫-এর সবচেয়ে প্রতীক্ষিত অ্যাকশন স্পাই থ্রিলার ‘ওয়ার ২’ (War 2)। এই ছবিতে হৃতিক রোশন (Hrithik Roshan) ও জুনিয়র এনটিআরের (N. T. Rama Rao Jr.) যুগল নাচের গানে ঝড় তুলতে চলেছে যশ রাজ ফিল্মস। তবে একটাই শর্ত আরোপ করা হয়েছে। এই গান দেখা যাবে শুধুই সিনেমা হলে। ইউটিউবে না, ওটিটিতেও না! ‘ওয়ার ২’- গানের একটি ঝলক হয়তো এই সপ্তাহে মুক্তি পাবে, কিন্তু পুরো গান? একমাত্র যারা হলে গিয়ে ছবিটা দেখবে, তারাই দেখতে পাবে হৃতিক ও এনটিআরের এই পাওয়ার-প্যাকড ডান্স ডুয়েট।
সূত্র জানিয়েছে, এই গানটা স্রেফ আর পাঁচটা গানের মত নয়—এটা ওয়ার ২-এর হাইপ, তার হৃদয়। সবাই এই গানটার জন্য পাগল হয়ে আছে। কিন্তু আদিত্য চোপড়া জানেন, গান আগেই দিলে তার গ্ল্যামার মাটি হয়ে যাবে। তাই তিনি এটাকে সংরক্ষিত রেখেছেন শুধুই বড় পর্দার জন্য, যেন দর্শক সিনেমা হলে গিয়ে তার ম্যাজিক অনুভব করে।”আসলে ‘ওয়ার ২’-তে হৃতিক-এনটিআরের যে গান রয়েছে, তা শুধু একটা সাধারণ গান নয়, বরং তা হতে চলেছে হিন্দি সিনেমার অন্যতম ‘মোস্ট আইকনিক ডান্স ফেসঅফ’। একদিকে গ্রেস ও গ্ল্যামারের পোস্টারবয় হৃতিক। অন্যদিকে জোর, জাঁকজমক আর স্টাইলের দক্ষিণী বিস্ফোরণ এনটিআর— তাই এই যুগলবন্দির নাচ না দেখলে চলেই না। এটাই নাকি ‘ক্লাসিক আদিত্য চোপড়া স্ট্র্যাটেজি’। বান্টি ঔর বাবলি মুক্তির আগে ‘কজরা রে’ গানটি ফাঁস না করে দর্শকদের একেবারে প্রেক্ষাগৃহে চমকে দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন:ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট মিমির
অন্য খবর দেখুন