ওয়েবডেস্ক- গতকালই সংসদের বাদল অধিবেশন (Monsoon Session) থেকে পাকিস্তানকে হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রীর হুঙ্কার পাকিস্তান হামলা করলে ফের প্রত্যাঘাত আনবে ভারত। সেই মঙ্গলবারই রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ভারতে প্রবেশ করেছিল দুই জঙ্গি (Militants)। দুজনকে বুধবার ভোর রাতে নিকেশ করেছে ভারতীয় সেনা (Indian Army)। এদিন পুঞ্চের (Punch) কাসালিয়ান (Kasalian) এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াই চলে জঙ্গিদের। গুলি বিনিময়ে নিহত হয়েছে ওই দুই জঙ্গি। তাদের কাছ থেকে ৩টি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করা হয়েছে। ভারতীয় সেনা জানিয়েছে, ‘অপারেশন শিবশক্তি’ (Operation Shiv Shakti) চলছে।
নিহত জঙ্গিদের নাম পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে জানা গেছে দুজনেই লস্কর জঙ্গির সদস্য।
সূত্রের খবর, মঙ্গলবার রাতে পুঞ্চে জঙ্গল লাগোয়া অঞ্চল দিয়ে নিয়ন্ত্রণরেখা পার করে ভারতে প্রবেশ করেছিল ওই জঙ্গিরা। বিএসএফ তাদের উপস্থিতি টের পেয়ে অভিযান চালালেও রাতের অন্ধকার ও ঘন জঙ্গলের সুযোগ নিয়ে বিএসএফের হাত থেকে বেঁচে যায় তারা। খবর যায় সেনার হাতে। সেইমতো নিয়ন্ত্রণ রেখা লাগোয়া অঞ্চলে অভিযান শুরু করে ভারতীয় সেনা। এদিকে সেনার উপস্থিতি টের পেয়েই অতর্কিতে আক্রমণ চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। দীর্ঘক্ষণ দু’পক্ষের গুলির লড়াই চলার পর দুই জঙ্গিকেই খতম করা হয়েছে। গত সোমবার অপারেশন মহাদেবের পর ফের উপত্যকায় বিরাট সাফল্য পেল নিরাপত্তাবাহিনী।
আরও পড়ুন- কীভাবে জনপ্রিয় পহেলগাম নিরাপত্তাহীন থাকল? মোদি-শাহকে প্রশ্ন প্রিয়াঙ্কার
উল্লেখ্য, সোমবার শ্রীনগরে ‘অপারেশন মহাদেব’ (Operation Mahadev) অভিযানে পহেলগাম (Pahalgam) হামলায় যুক্ত ৩ পাক জঙ্গিকেই খতম করে ভারতীয় সেনা (Indian Army) । ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলার পর এতদিন ধরে লুকিয়ে ছিল তারা। জঙ্গিদের কাছে থাকা টি৮২ আল্ট্রাসেট কমিউনিকেশন ডিভাইস চালু করে জঙ্গি মুসা। সেটাই কাল হল। সেই সূত্র ধরে লোকেশন অনুসন্ধান চালিয়ে জঙ্গিদের হদিশ পেয়ে তাদের উপযুক্ত জবাব দেয় সেনা।
দেখুন আরও খবর-