ওয়েব ডেস্ক : পাকিস্তান(Pakistan) প্রেমে ডুবে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বাণিজ্যচুক্তির পর এবার পাকিস্তানের উপর থেকে শুল্কের পরিমাণ কমিয়ে দিল ট্রাম্প প্রশাসন। অন্যদিকে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা (America)। ১ আগস্ট, অর্থাৎ শুক্রবার থেকে থেকে এই শুল্ক কার্ষকর হবে। অন্যান্য দেশেও নতুন করে অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন ট্রাম্প।
জানা যাচ্ছে, আরও অনেক দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। কিন্তু আমেরিকার আর্থিক ও জাতীয় স্বার্থের পরিপূরক হতে পারেনি দেশগুলি। ফলে এখনও ঝুলে রয়েছে সেই বাণিজ্যচুক্তিগুলি। আগামীদিনে আরও বেশ কয়েকটি চুক্তি করতে চলেছে আমেরিকা (America)। তবে ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি (Trade Deal) নিয়ে দুই দেশের মধ্যে কিছু বিষয় নিয়ে জটিলতা আছে। ফলে ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি সফল হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে।
আরও খবর : ফের পুলিশের জালে বাংলাদেশ অনুপ্রবেশকারী
ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক (Tariffs) চাপানোর পাশাপাশি, সিরিয়ার (Syria) উপর ৪১ শতাংশ, ব্রাজিলের (Brazil) উপর ৫০ শতাংশ, সুইজারল্যান্ডের (Switzerland) উপর ৩৯ শতাংশ ও তাইওয়ানের (Taiwan) উপর ২০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। তবে পাকিস্তানের (Pakistan) সঙ্গে বাণিজ্যচুক্তি করার পর ইসলামাবাদের উপর থেকে শুল্ক ২৯ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশে নামানো হয়েছে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে যে বাণিজ্যচুক্তি হয়েছে তাতে ঠিক হয়েছে, পাকিস্তানে যে তেলের ভান্ডার রয়েছে তার উন্নতিসাধনে কাজ করবে আমেরিকা ও পাকিস্তান।
প্রসঙ্গত. বুধবার, ৩০ জুলাই হঠাৎ ভারতের উপর শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশালে এই কথা ঘোষণা করেছিলেন তিনি। জানানো হয়েছিল নতুন এই শুল্কহার ১ আগস্ট থেকে কার্ষকর হবে। শুল্ক চাপানোর কথা ঘোষণার সময় ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়া থেকে তেল কেনার ‘অপরাধে’ এই শুল্ক চাপানো হয়েছে। এর পরেই ভারতের তরফে পাল্টা বিবৃতি দিয়ে জানানো হয়েছে, জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে সবরকম পদক্ষেপ নেবে ভারত সরকার।
দেখুন অন্য খবর :