নয়াদিল্লি: ইজরায়েলের (Israel) হামলায় উত্তর গাজা (North Gaza) ধ্বংসস্তূপে পরিণত। এমনকী সেখানে জখমদের শুশ্রুষা (Treatment) করার জন্য কোনও স্বাস্থ্যকেন্দ্রও আস্ত নেই। অবশিষ্ট ছিল একটি হাসপাতাল। গাজায় সেখানেও বিমান হামলা (Air Strike) চালাল ইজরায়েল। শুক্রবার ওই হাসপাতাল সংলগ্ন এলাকায় হামলায় মৃত্যু হল ৫৯ জনের। উত্তরে বেইত লাহিয়ায় কামাল আদওয়ান হাসপাতালের কাছে এই হামলার ঘটনা ঘটে। হাসপাতালের ডিরেক্টর হুসাম আবু সাফিয়া জানিয়েছেন, নিহতদের মধ্যে পাঁচজন কামাল আদওয়ান হাসপাতালের কর্মী। এদিন সকালে গাজা শহর ও রাফাতে ওই হামলায় মহিলা, শিশু সহ নয়জনের মৃত্যু হয়েছে। ওই হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ওই স্বাস্থ্য প্রতিষ্ঠান বারবার টার্গেট হয়েছে। ওই হাসাপাতালের সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না বলে স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। সেখানে আগুন ধরে যায় বলেও জানা গিয়েছে।
এদিকে নিউইয়র্কের সাংবাদিক রক্ষা সংক্রান্ত একটি কমিটির পক্ষ থেকে মধ্য গাজার নুসেরাইট এলাকায় সাংবাদিক মৃত্যুর ঘটনার নিন্দা করা হয়েছে। বৃহস্পতিবারের ওই ঘটনায় সাংবাদিকদের সুরক্ষার দাবিতে সরব হয়েছেন তাঁরা। দুসপ্তাহের মধ্যে গাজায় নয় জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ইজরায়েলের হামলায় গাজায় ৪৫ হাজার ৩৯৯ জনের প্রাণহানি হয়েছে। এক লক্ষের বেশি মানুষ জখম হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামলায় এই পরিসংখ্যান উঠে এসেছে বলে হামাসের স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন: ইয়েমেনে বিমান হামলা ইজরায়েলের, টার্গেট হুথি বিদ্রোহী গোষ্ঠী
অন্যদিকে, গাজায় ইজরায়েলের এই টানা হামলার জেরে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে ত্রাণ সামগ্রী পর্যন্ত পৌঁছতে দেওয়া হচ্ছে না। শিশুরা অপুষ্টিতে ভুগছে।
দেখুন অন্য খবর: