ওয়েব ডেস্ক: নিত্য যাত্রীদের (Daily Railway Passengers) নিরাপত্তার কথা মাথায় রেখে এবার নতুন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে ভারতীয় রেল (Indian Railway)। হাওড়া ও শিয়ালদহের (Howrah and Sealdah Station) মতো গুরুত্বপূর্ণ রেল স্টেশন সহ দেশের প্রধান ৭টি রেল স্টেশনে এআই ভিত্তিক ফেসিয়াল রিকগনিশন সিস্টেম (AI based Facial Recognition System) চালু হতে চলেছে। ৭ স্টেশনের তালিকায় রয়েছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, নয়াদিল্লি স্টেশন, হাওড়া, শিয়ালদহ, চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশন, সেকেন্দ্রাবাদ রেল স্টেশন, বিহারের দানাপুর রেল স্টেশন।
ব্যস্ততম এই রেল স্টেশনগুলিতে প্রতিদিন থিকথিক করে যাত্রীদের ভিড়। ভিড়ের মাঝেই বহু সাধারণ মহিলা যৌন হেনস্থার শিকার হয় স্টেশন চত্বরে। অপরাধের পর যাতে অপরাধীরা সহজে পালিয়ে যেতে না পারে সেই জন্যই এই অভিনব ব্যবস্থা করছে ভারতীয় রেল। অপরাধীদের শনাক্ত করতে কাজ করবে এআই ভিত্তি এই ক্যামেরা।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি টিকিট চেকিং এবং বোর্ডিং প্রক্রিয়া দ্রুত করতে এআই প্রযুক্তি (AI Technology) ব্যবহার করা যেতে পারে। যার ফলে যাত্রীদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হবে না। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি, টিকিট চেকিং এবং বোর্ডিং প্রক্রিয়া দ্রুত করতে এআই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। যার ফলে যাত্রীদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হবে না। রেলওয়ে স্টেশনগুলিকে স্মার্ট স্টেশন (Smart Station) করার পরিকল্পনায় মূলত যাত্রী নিরাপত্তা, স্টেশন চত্বরে নজরদারি এবং যাত্রী সুবিধার দিকে বেশি জোর দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ভার্চুয়াল শুনানির সময় হাতে বিয়ারের মগ! ক্ষমা চাইলেন আইনজীবী
ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি কী?
ফেসিয়াল রিকগনিশন হল একটি বায়োমেট্রিক প্রযুক্তি (Biomatric Technology)। এটি একজন ব্যক্তির মুখের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে তাকে শনাক্ত করে। রেল স্টেশনে প্রবেশের পর, এটি ডিজিটাল ছবি বা ভিডিও ফ্রেমে চোখ, নাক, মুখ এবং মুখের গঠন স্ক্যান করবে। তারপর এটি ডেটাবেসে থাকা তথ্যের সঙ্গে মিলিয়ে দেখবে। গোটা প্রক্রিয়াটি এআই এবং মেশিন লার্নিং অ্যালগরিদমের উপর ভিত্তি করে তৈরি।
এই প্রসঙ্গে মুহ খুলেছেন শিয়ালদহ আরপিএফের সিনিয়র কমান্ড্যান্ট মনোজকুমার সিং। তিনি জানান, বর্তমানে শিয়ালদহ স্টেশনে ২৩৯টি ক্যামেরা রয়েছে। এগুলি নতুন নয়। ২০২৬ সালে মোট ৫০০টি এআই প্রযুক্তির ফেসিয়াল রিকগনিশন সিস্টেমের ক্যামেরা বসানো হবে স্টেশনে। অন্যদিকে হাওড়া স্টেশনেও বসবে ক্যামেরা। এই ক্যামেরা সহজেই যৌন অপরাধীদের মুখ চিনে নিতে পারবে। মহিলা যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এটি কাজ করবে।
দেখুন অন্য খবর