ওয়েব ডেস্ক: ফের বিমান বিভ্রাট (Air India Express Flight)। নেপথ্যে যান্ত্রিক ত্রুটি (Technical Fault)। এবার মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি (Technical Fault) নজরে এল পাইলটের। বিপদ রুখতে ২ ঘন্টা আকাশেই চরকিপাক খেল কলকাতাগামী বিমানটি (Kolkata Flight)। পরে বেঙ্গালুরুতে (Bangalore) এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটিকে ফিরিয়ে আনলেন পাইলট। বিমানের সব যাত্রী সুরক্ষিত আছে বলে খবর।
সূত্রের খবর, রবিবার সঠিক সময়েই বেঙ্গালুরু বিমানবন্দর (Bangalore Airport) থেকে কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করে বিমানটি। উড়ানটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX2718 (এয়ারবাস এ৩২০ মডেল)। মাঝ আকাশে পৌঁছতেই বিমানে যান্ত্রিক ত্রুটি নজরে আসে পাইলটের। খবর যায় কন্ট্রোল রুমে। বিপদের আঁচ পেয়ে ২ ঘণ্টা আকাশেই চক্কর কাটে বিমানটি।
আরও পড়ুন: বর্ষার কালো ছায়া মধ্যপ্রদেশে, দুর্যোগে মৃত ২৫২, জারি উদ্ধারকার্য
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক মুখপাত্র জানিয়েছেন, “বেঙ্গালুরু থেকে রওনা দেওয়া একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে বেঙ্গালুরু বিমানবন্দরে ফিরে আসে। বিমানটি নিরাপদ অবতরণের আগে জ্বালানি এবং ওজন কমাতে আকাশেই ঘুরতে থাকে।” এই বিমান বিভ্রাটের পর যাত্রীদের কলকাতায় নিয়ে যাওয়ার জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়। তবে বিমানে কতজন যাত্রী ছিল সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বিমান সংস্থার তরফে বিমানের ত্রুটির তদন্ত করা হচ্ছে।
দেখুন অন্য খবর