Sunday, July 27, 2025
HomeScrollদুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিল এয়ার ইন্ডিয়া
Air India

দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিল এয়ার ইন্ডিয়া

বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে শুরু করল এয়ার ইন্ডিয়া

Follow Us :

ওয়েব ডেস্ক : ২১ জুন ঘটে গিয়েছিল এক ভয়াবহ ঘটনা। আহমেদাবাদে (Ahmedabad) একটি মেডিক্যাল কলেজের উপর ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার (Air India) এআই-১৭১ বিমান। ঘটনায় মৃত্যু হয়েছিল ২৬০ জনের। সেই ঘটনায় এবার নিহত যাত্রীদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে শুরু করল এয়ার ইন্ডিয়া। ইতিমধ্যে ১৪৭ জনকে সাহায্য করা হয়েছে বলে খবর।

২২৯ জন নিহত যাত্রীর মধ্যে এখনও পর্যন্ত ১৪৭ জনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে খবর। সঙ্গে দুর্ঘটনাস্থলে মৃত আরও ১৯ জনকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি আরও ৫২ জন নিহতের কাগজপত্র যাচাই সম্পন্ন হয়েছে। তাদের পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে এয়ার ইন্ডিয়ার (Air India) তরফে। আপাতত অন্তর্বর্তীকালীন ২৫ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে।

আরও খবর : ধর্ষণের শিকার HIV রোগী! চাঞ্চল্য মহারাষ্ট্রে

নিহতদের স্মৃতিতে ‘দ্য এআই-১৭১ মেমোরিয়াল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট’ (‘The AI-171 Memorial and Welfare Trust’ ) গঠন করেছে টাটা গোষ্ঠী। সেই ট্রাস্ট থেকে নিহতদের পরিবারকে এককালীন ১ কেটি টাকা করে আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

অন্যদিকে বিমানটি যে মেডিক্যাল কলেজে ভেঙে পড়েছিল, সেই বি জে মেডিক্যাল কলেজের হস্টেলের পরিকাঠামো পুনর্গঠনের জন্যও আর্থিক সাহায্যা করা হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ওই ট্রাস্টের তরফে। সূত্রের খবর, বিমান ভেঙে পড়ার পর যে সব উদ্ধারকারী দল উদ্ধারকার্যে সাহায্য করেছিলেন, তাদেরকেও সহায়তা করবে ‘দ্য এআই-১৭১ মেমোরিয়াল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট’ (‘The AI-171 Memorial and Welfare Trust’ )।

দেখুন অন্য খবর :

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39