পানিহাটি: কাউন্সিলরের ওয়ার্ড অফিসে যুবক যুবতীর অবৈধ সম্পর্ক নিয়ে সালিশি সভা। আর সেখানেই কাউন্সিলর ও তার অনুগামীদের বিরুদ্ধে যুবকের দিদিকে মারধরের অভিযোগ উঠেছে। এরপরই খরদহ থানায় অভিযোগ দায়ের করা হয়। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর।
পানিহাটি ২৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকায় এক যুবক-যুবতীর মধ্যে অবৈধ সম্পর্কের অভিযোগ ওঠে। সেই অভিযোগকে কেন্দ্র করে সালিশি সভা বসে ওয়ার্ড অফিসে। সালিশি সভায় ডেকে যুবক ও যুবকের দিদিকে মারধর করার পাশাপাশি হেনস্থা করার অভিযোগ ওঠে কাউন্সিলার ও তার অনুগামীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ। পুলিশ এসে যুবক ও তার দিদিকে উদ্ধার করে খরদহ থানায় নিয়ে যায়। কাউন্সিলার ও তার অনুগামীদের বিরুদ্ধে খরদহ থানায় অভিযোগ করে আক্রান্ত যুবক ও তার দিদি।
আরও পড়ুন : পুরুলিয়ায় মোবাইল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে খুন, গ্রেফতার ৫
যদিও, মারধরের ঘটনা অস্বীকার করেন অভিযু্ক্ত কাউন্সিলর। পাশাপাশি অভিযোগকারীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেন কাউন্সিলর ও তাঁর অনুগামীরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পরে এলাকায়। গোটা ঘটনার তদন্ত করছে খরদহ থানার পুলিশ।
দেখুন অন্য খবর :