ওয়েব ডেস্ক: ভারী বৃষ্টির (Heavy Rain) কারণে একদিনের জন্য স্থগিত রাখা হয়েছিল অমরনাথ যাত্রা (Amar Nath Yatra)। আজ বৃহস্পতিবার থেকে ফের চালু হল অমরনাথ যাত্রা (Amar Nath Yatra)। তবে শুধুমাত্র বালতাল রুট (Baltal Camp) থেকেই যাত্রার অনুমতি দেওয়া হয়েছে তীর্থযাত্রীদের। আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতির কথা মাথায় রেখে জম্মু থেকে যাত্রা স্থগিত রেখেছে প্রশাসন। প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে জম্মু থেকে দক্ষিণ কাশ্মীর হিমালয়ের গুহা মন্দিরে নতুন কোনও তীর্থযাত্রীর দলকে যেতে অনুমতি দেওয়া হয়নি।
কাশ্মীরে একটানা বৃষ্টিপাতের কারণে রাস্তাগুলির দশা বেহাল হয়ে পড়েছিল। যার ফলে গতকাল বুধবার বালতাল ও পহেলগাম উভয় রুট থেকেই যাত্রা স্থগিত রাখা হয়েছিল।
আরও পড়ুন: গুরুগ্রামে ‘বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের’ পাশে তৃণমূলের প্রতিনিধিরা
প্রশাসনিক এক কর্মকর্তা জানিয়েছেন, “বৃহস্পতিবার সকালে বালতাল রুট (Baltal Route) থেকে যাত্রা পুনরায় শুরু হয়েছে। বৃষ্টিপাতের পর পহেলগাম রুটে (Pahelgam Route) মেরামতির কাজ চলার কারণে যাত্রা শুধুমাত্র বালতাল রুট থেকেই চলবে।”
তিনি আরও জানিয়েছেন, বৃহস্পতিবার জম্মুর ভগবতীনগর বেসক্যাম্প থেকে বালতাল ও নুনওয়ান বেস ক্যাম্পের দিকে কোনও কনভয় চলাচলের অনুমতি দেওয়া হবে না।
উল্লেখ্য, ৩ জুলাই থেকে শুরু হওয়া এই বছরের অমরনাথ যাত্রায় এখনও পর্যন্ত ৩.৯৩ লক্ষ তীর্থযাত্রী ভগবান শিবের দর্শন করেছেন। গত বছর ৫ লক্ষেরও বেশি তীর্থযাত্রী গুহা মন্দিরে পুজো দিয়েছিলেন। এবছর ৯ আগস্ট অমরনাথ যাত্রা শেষ হওয়ার কথা রয়েছে।
দেখুন অন্য খবর