ওয়েবডেস্ক- মার্কিন যুক্তরাষ্ট্র (America) জুড়ে সেনাবাহিনী (Army) নামানোর সময় এসে গেছে বলে মনে করছে অভিজ্ঞ মহল। ক্রমশ অপরাধের স্বর্গরাজ্য (Crime paradise) হয়ে উঠছে আমেরিকার বিভিন্ন প্রান্ত। আমেরিকার ওয়াশিংটন ডিসি (Washington DC, USA) থেকে শুরু করে কলম্বিয়ার (Columbia) পর এবার ভার্জিনিয়াতে (Virginia) বন্দুকবাজিদের তাণ্ডব। বন্দুকবাজদের তাণ্ডবের জেরে আইনশৃঙ্খলা রক্ষাকারী নিরাপত্তা কর্মী ও আধিকারিকদের কয়েকজন গুরুতর জখম। বন্দুকবাজদের তাণ্ডবের খবর পেয়ে যখন নিরাপত্তা আধিকারিকরা যখন ঘটনাস্থলের কাছে পৌঁছান ঠিক তখনই কয়েক জন নর্থ ক্যারোলিনা এর সীমান্তবর্তী পিটশালভিনিয়াতে গুলিবিদ্ধ হন।
ওই স্থানের বাসিন্দা জনৈক ম্যাকগুইরে ও তার পরিবার সংশ্লিষ্ট জখম আধিকারিকদের সাহায্যে ও শুশ্রুষা করতে এগিয়ে আসে।জখম আধিকারিকদের মধ্যে একজন ডেপুটি পদমর্যাদার আধিকারিক রয়েছেন। বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত মার্কিন প্রশাসন। ইতিমধ্যেই,ওয়াশিংটন ডিসির অপরাধমূলক কাজকে নিয়ন্ত্রণ করতে ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে নামানো হয়েছে।
আরও পড়ুন- জঙ্গি দমনে পাকিস্তানকে সাধুবাদ! বিরাট বার্তা আমেরিকার
বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে শেরিফ মাইকেল টেলর বলেন, পিটসিলভানিয়া কাউন্টি শেরিফের অফিসের কর্মকর্তারা পিটসভিলের একটি গ্রামীণ এলাকায় একটি বাড়িতে ওয়ারেন্ট প্রদানের সময় গুলিবিদ্ধ হন। তিনি বলেন, তিনজনই গুলিবিদ্ধ নয়, বরং গুলিবিদ্ধ হয়েছিলেন। তাদের আঘাত গুরুতর ছিল না এবং একজন অফিসারকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রভিন্সে অপরাধ মূলক কাজকর্ম বাড়তে শুরু করেছে তাতে করে এবার মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে সেনাবাহিনী নামানোর সময় আসছে বলে মনে করছেন, অভিজ্ঞ মহল।
দেখুন আরও খবর-