ওয়েবডেস্ক- বাংলা, তামিলনাড়ুর পর এবার কেরলে (Kerala) ২০২৬-এ সরকার (2026 Government Form) গড়ার ডাক দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পুথারিকান্দম ময়দান (Putharikandam Maidan) ৩৫ মিনিটের ভাষণে ফের বিজেপি সরকার ডাক শোনা গেল কেন্দ্রীয় মন্ত্রীর মুখে। সেইসঙ্গে এই মঞ্চ থেকেই সিপিআই(এম)-এর নেতৃত্বাধীন এলডিএফ (LDF) এবং কংগ্রেস-নেতৃত্বাধীন ইউডিএফ (UDF) নিশানা করে তীব্র আক্রমণ শানান তিনি।
শনিবারের আয়োজিত অনুষ্ঠান তিনি বলেন, এলডিএফ এবং ইউডিএফ-এর জমানা শেষ। আমি এই রাজ্যে মানুষকে ধন্যবাদ দিতে চাই যারা, আমাদের আমাদের ভোটের ভাগ ১১ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশে এনেছে। এর উপরে ভিত্তি করেই ২০২৬ সালে বিজেপি সরকার গড়ে উঠবে।
এদিনের সভা থেকেই কেন্দ্রীয় মন্ত্রী দাবি করে, লোকাল বডি নির্বাচনে বিজেপি ২১ হাজার ভোটে জয়ী হবে। ভোট ২৫ শতাংশ বাড়ানোর জন্য সকলের কাছে আহ্বান জানান তিনি। শাহ বলেন, আমরা আর উদীয়মান শক্তি নই। এখন রাজ্যের ২১,০০০টি ওয়ার্ডেই আমাদের উপস্থিতি রয়েছে।
আরও পড়ুন- অমরনাথ যাত্রাকে নিরাপদ করতে ‘অপারেশন শিব’ শুরু ভারতীয় সেনার
শুক্রবার রাতেই তিরুবনন্তপুরম আসেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। জনসমাবেশের আগেই তিনি বিজেপির নয়া দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। প্রায় ২৬ হাজারের মতো দলীয় কর্মী উপস্থিত ছিলেন। প্রায় এক লক্ষ জন ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন। অমিত শাহ নতুন দলীয় কার্যালয়টিকে “একটি মন্দির” এবং কেরলে বিজেপির বৃদ্ধির প্রতীক হিসাবে বর্ণনা করেছিলেন।
অমিত শাহ বলেন, দলের কর্মীরাই আমাদের শক্তি, তাদের ছাড়া বিজেপি কিছু নয়। আমরা কেবল আসন জয়ের জন্যই নয়, বরং উন্নত কেরালার স্বপ্ন বাস্তবায়নের জন্যও প্রতিশ্রুতিবদ্ধ। ‘বিকশিত ভারত’ অধীনে কেরলকে উন্নত করার আহ্বান।
শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপির ত্রিমুখী উন্নয়ন মডেলের রূপরেখা তুলে ধরে বলেন, দুর্নীতিমুক্ত সরকার, কল্যাণমূলক প্রকল্পের অন্তর্ভুক্তিমূলক বাস্তবায়ন এবং ভোটব্যাঙ্ক রাজনীতির বাইরে উন্নয়ন। এই নীতিগুলি বিকশিত ভারতের অধীনে কেরলকে উন্নত করা হবে। সিপিএম ও বিজেপির মধ্যে তুলনা করে শাহের মন্তব্য, “উভয় দলই ক্যাডার-ভিত্তিক। তবে সিপিএম ব্যক্তিগত লাভের দিকে মনোনিবেশ করে আর বিজেপি অগ্রগতির দিকে।
আইনশৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারের উপর আক্রমণ করে শাহ বলেন, “কেরল সাম্প্রদায়িকতার কেন্দ্রবিন্দু। প্রধানমন্ত্রী মোদী পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) নিষিদ্ধ করলেও, রাজ্য সরকার এটিকে সক্রিয় থাকতে দিয়েছে। যদি আপনি পরিবর্তন চান, তাহলে ইউডিএফ এবং এলডিএফ উভয়ের শাসনের অবসান ঘটান। শাহ বলেন, বিজেপি এখন উত্তর ভারতে সীমাবদ্ধ। “আমরা এখন ওড়িশা, অসম, উত্তর-পূর্বে শাসন করছি এবং তেলঙ্গানায় বৃহত্তম দল। আমরা তামিলনাড়ু এবং অন্যান্য দক্ষিণ রাজ্যেও সরকার গঠন করব। আমরা যখন ওড়িশায় সরকার গঠন করব বলেছিলাম তখন তারা হেসেছিল। এখন আমরা সেখানে শাসন করছি।”
দেখুন আরও খবর-