Thursday, July 31, 2025
HomeScroll২০২৬-এ কেরলে সরকার গড়ার ডাক অমিত শাহের
Amit Shah

২০২৬-এ কেরলে সরকার গড়ার ডাক অমিত শাহের

ওড়িশায় সরকার গঠন করব বলেছিলাম, যারা হেসেছিল, আজ তাদের সামনে সব স্পষ্ট

Follow Us :

ওয়েবডেস্ক- বাংলা, তামিলনাড়ুর পর এবার কেরলে (Kerala) ২০২৬-এ সরকার (2026 Government Form) গড়ার ডাক দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পুথারিকান্দম ময়দান (Putharikandam Maidan)  ৩৫ মিনিটের ভাষণে ফের বিজেপি সরকার ডাক শোনা গেল কেন্দ্রীয় মন্ত্রীর মুখে। সেইসঙ্গে এই মঞ্চ থেকেই সিপিআই(এম)-এর নেতৃত্বাধীন এলডিএফ (LDF)  এবং কংগ্রেস-নেতৃত্বাধীন ইউডিএফ (UDF) নিশানা করে তীব্র আক্রমণ শানান তিনি।

শনিবারের আয়োজিত অনুষ্ঠান তিনি বলেন, এলডিএফ এবং ইউডিএফ-এর জমানা শেষ। আমি এই রাজ্যে মানুষকে ধন্যবাদ দিতে চাই যারা, আমাদের আমাদের ভোটের ভাগ ১১ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশে এনেছে। এর উপরে ভিত্তি করেই ২০২৬ সালে বিজেপি সরকার গড়ে উঠবে।

এদিনের সভা থেকেই কেন্দ্রীয় মন্ত্রী দাবি করে, লোকাল বডি নির্বাচনে বিজেপি ২১ হাজার ভোটে জয়ী হবে। ভোট ২৫ শতাংশ বাড়ানোর জন্য সকলের কাছে আহ্বান জানান তিনি। শাহ বলেন, আমরা আর উদীয়মান শক্তি নই। এখন রাজ্যের ২১,০০০টি ওয়ার্ডেই আমাদের উপস্থিতি রয়েছে।

আরও পড়ুন- অমরনাথ যাত্রাকে নিরাপদ করতে ‘অপারেশন শিব’ শুরু ভারতীয় সেনার

শুক্রবার রাতেই তিরুবনন্তপুরম আসেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। জনসমাবেশের আগেই তিনি বিজেপির নয়া দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। প্রায় ২৬ হাজারের মতো দলীয় কর্মী উপস্থিত ছিলেন। প্রায় এক লক্ষ জন ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন। অমিত শাহ নতুন দলীয় কার্যালয়টিকে “একটি মন্দির” এবং কেরলে বিজেপির বৃদ্ধির প্রতীক হিসাবে বর্ণনা করেছিলেন।

অমিত শাহ বলেন, দলের কর্মীরাই আমাদের শক্তি, তাদের ছাড়া বিজেপি কিছু নয়। আমরা কেবল আসন জয়ের জন্যই নয়, বরং উন্নত কেরালার স্বপ্ন বাস্তবায়নের জন্যও প্রতিশ্রুতিবদ্ধ। ‘বিকশিত ভারত’ অধীনে কেরলকে উন্নত করার আহ্বান।

শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপির ত্রিমুখী উন্নয়ন মডেলের রূপরেখা তুলে ধরে বলেন, দুর্নীতিমুক্ত সরকার, কল্যাণমূলক প্রকল্পের অন্তর্ভুক্তিমূলক বাস্তবায়ন এবং ভোটব্যাঙ্ক রাজনীতির বাইরে উন্নয়ন। এই নীতিগুলি বিকশিত ভারতের অধীনে কেরলকে উন্নত করা হবে। সিপিএম ও বিজেপির মধ্যে তুলনা করে শাহের মন্তব্য, “উভয় দলই ক্যাডার-ভিত্তিক। তবে সিপিএম ব্যক্তিগত লাভের দিকে মনোনিবেশ করে আর বিজেপি অগ্রগতির দিকে।

আইনশৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারের উপর আক্রমণ করে শাহ বলেন, “কেরল সাম্প্রদায়িকতার কেন্দ্রবিন্দু। প্রধানমন্ত্রী মোদী পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) নিষিদ্ধ করলেও, রাজ্য সরকার এটিকে সক্রিয় থাকতে দিয়েছে। যদি আপনি পরিবর্তন চান, তাহলে ইউডিএফ এবং এলডিএফ উভয়ের শাসনের অবসান ঘটান। শাহ বলেন, বিজেপি এখন উত্তর ভারতে সীমাবদ্ধ। “আমরা এখন ওড়িশা, অসম, উত্তর-পূর্বে শাসন করছি এবং তেলঙ্গানায় বৃহত্তম দল। আমরা তামিলনাড়ু এবং অন্যান্য দক্ষিণ রাজ্যেও সরকার গঠন করব। আমরা যখন ওড়িশায় সরকার গঠন করব বলেছিলাম তখন তারা হেসেছিল। এখন আমরা সেখানে শাসন করছি।”

দেখুন আরও খবর-

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Parliament News | সংসদে ট্রাম্পকে চাচা চৌধুরীর সাথে তুলনা এই সাংসদের , দেখুন এই ভিডিওয়
00:00
Video thumbnail
Kapil Sibal | কপিল সিব্বলের এই ভাষণে উত্তর দিতে নাজেহাল কেন্দ্র দেখুন এই ভিডিওয়
00:00
Video thumbnail
Trump Tariff | ট্রাম্পের ২৫% শুল্ক, কী সিদ্ধান্ত ভারতের? দেখুন বিগ আপডেট
05:55
Video thumbnail
Narendra Modi | 'শক্তিশালী ভারতের দুর্বলতম প্রধানমন্ত্রী'
01:48
Video thumbnail
Bangla Bolche | Narendra Modi | মোদি যার হয়ে প্রচারে গিয়েছিলেন সেই ট্রাম্প চোখ রাঙাচ্ছে ভারতকে?
02:13
Video thumbnail
Bangla Bolche | Indira Gandhi | Narendra Modi | ইন্দিরার সাহস কি নেই মোদির
02:56
Video thumbnail
Politics | নেহেরুকে নিয়ে পেশ ভুল তথ্যের সংসদে অমিত শাহের
03:44
Video thumbnail
Stadium Bulletin | ওভালে শেষ হাসি হাসবে কে?
21:05
Video thumbnail
ঘোষাল নামা | Ghosal Nama | ধনখড়ের চেয়ারে এবার কী তবে ইনি? দেখুন ঘোষালনামা
04:39
Video thumbnail
ঘোষাল নামা | Ghosal Nama | চিরাগের ইউ টার্ন ছেড়ে দেবেন নীতীশ? দেখুন ঘোষালনামা
03:59

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39