নয়াদিল্লি: ২৬ এ বঙ্গে বিধানসভা নির্বাচন (WB Assembly Election 2026)। বাংলা দখলে মরিয়া বিজেপি। সেই উপলক্ষে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এখন সক্রিয় ভূমিকায় নামতে শুরু করেছে। আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) দিল্লিতে পশ্চিমবঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করলেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সংগঠন সম্পাদক বি.এল. সন্তোষ, সাধারণ সম্পাদক সুনীল বনসল এবং আইটি সেলের প্রধান অমিত মালব্য। রাজনৈতিক মহলের মতে বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে অমিত শাহ একটি বড় বৈঠক ডেকেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন সদ্য নিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার এবং নেতা অমিতাভ চক্রবর্তীও।
মনে করা হচ্ছে, আলোচনায় হয়েছে আরজি করে ধর্ষণ এবং খুন প্রসঙ্গও। এছাড়াও সংসদে কে বলবেন, কবে বলবেন তা ঠিক হয় বিজেপির কেন্দ্রীয় স্তরে।সেই নিয়েও আলোচনা হতে পারে। বিজেপি সূত্রে খবর, সংসদে অধিবেশন চলছে। তৃণমূলের সাংসদেরা সংসদের দুই কক্ষে বাংলার নানা বিষয় নিয়ে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হচ্ছেন। কখনও ‘ভাষা বিতর্ক’, আবার কখনও নির্বাচন এসআইআর নিয়ে কেন্দ্রকে কোণঠাসা করার চেষ্টা করছেন তৃণমূলের সাংসদেরা। সেই সব প্রশ্নের পাল্টা জবাবে কী বলবেন বিজেপির সংসদ তা বাতলে দিলেন কেন্দ্রীয় নেতৃত্ব।
আরও পড়ুন: জাতীয় সঙ্গীতের ভাষাকে অপমান…’ মমতার পাশে স্ট্যালিন
অন্য খবর দেখুন