কলকাতা: গার্ডেনরিচকাণ্ডে (Garden Reach Building Collapse) পুলিশের হাতে গ্রেফতার (Garden Reach incident Another Arrest) আরও এক। ধৃত অভিযুক্ত ভেঙে পড়া বহুতলের রাজমিস্ত্রি। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম শেখ রিপন। তিনি ওই ভেঙে পড়া বাড়ির নির্মাণ শ্রমিক। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। এর আগে এই ঘটনায় মহম্মদ ওয়াসিম নামে এক প্রোমোটার ও মহম্মদ সরফরাজ ওরফে পাপ্পুকে গ্রেফতার করেছিল পুলিশ। যে জমিতে বহুতল তৈরির কাজ চলছিল, সেই জমির মালিক এই পাপ্পু। এই প্রোমোটাপই পাপ্পুর জমিতে বাড়ি তৈরি করছিল।
আরও পড়ুন: ফের কমল গ্যাসের দাম, জেনে নিন বিস্তারিত
প্রসঙ্গত, গার্ডেনরিচে বহুতল ভেঙে ১২ জনের মৃত্যুর ঘটনার পর থেকেই বেআইনি নির্মাণ নিয়ে নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। গোটা নির্মাণটাই যে বেআইনি তা কার্যত স্বীকার করে নিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তা নিয়ে আক্রামণ শানিয়ে চলেছে বিরোধীরা। জল গড়িয়েছে হাইকোর্ট। গার্ডেনরিচ কাণ্ডে ইতিমধ্যেই বরো ১৫ প্রায় সব ইঞ্জিনিয়ারকে বদলি করা হয়েছে। অভিযুক্ত ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। পুরসভা ও কলকাতা পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। গার্ডেন থানার পুলিশ প্রোমোটারের বিরুদ্ধে গাফিলতীর অভিযোগ, ৩০৭ ধারায় খুনের চেষ্টা, ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুন এবং অবৈধ নির্মাণের জন্য কেঅমসি অ্যাক্টেও মামলা দায়ের করেছেন। ওই বহুতল নির্মাণের ক্ষেত্রে কী কী ত্রুটি ছিল, তা জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়োগ করেছে। তারা ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখেন। এই ঘটনার পর থেকে একটাই প্রশ্ন ঘরছে কী ভাবে পুরসভার নাকের ডগায় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন শহরের একের পর এক বেআইনি নির্মাণ কাজ হয়ে চলেছ।
অন্য খবর দেখুন