ওয়েবডেস্ক- ক্রমশই অস্থির হচ্ছে দেশ-বিদেশের পরিস্থিতি। একদিকে ভারতের উপর ট্রাম্পের শুল্ক বাণ, অপরদিকে ভারত -পাক উত্তেজনা, সেইসঙ্গে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি বাড়ছে। ফের আমেরিকায় বিএপিএস স্বামী নারায়ণ মন্দিরে (BAPS Swaminarayan Temple) ভাঙচুর, মন্দিরের গায়ে লেখা হল ভারত বিরোধী স্লোগান (Anti-India slogans) । সন্দেহের তীর খালিস্তানিপন্থীদের (Khalistani elements) দিকে। গত ১১ আগস্ট ইন্ডিয়ানার গ্রিনউডে (Greenwood city) বিএপিএস স্বামীনারায়ণ মন্দিরে ভাঙচুরের ঘটনাটি ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্রে লাগাতার হিন্দু মন্দিরে আক্রমণের ঘটনায় ফের যুক্ত হল এই দুষ্কৃতীতাণ্ডব।
হিন্দু আমেরিকান ফাউন্ডেশন কর্তৃক এক্স-এ শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে যে মন্দির প্রাঙ্গণটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারত বিদ্বেষী স্লোগান (anti-India graffiti) লেখা হয়েছে। শিকাগোর ভারতীয় কনস্যুলেট এই ঘটনাকে “নিন্দনীয়” বলে অভিহিত করেছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। সেইসঙ্গে পোস্টে বলা হয়েছে, নিন্দার বাইরে গিয়ে এবারে তাদের জবাব দেওয়ার সময় এসেছে।
শিকাগোতে ভারতের কনস্যুলেট জেনারেল জানিয়েছেন, বিষয়টি তারা ঊর্ধবতন কর্তৃপক্ষকে জানিয়েছে। ইন্ডিয়ানার গ্রিনউডে অবস্থিত BAPS স্বামীনারায়ণ মন্দিরের প্রধান সাইনবোর্ড অপবিত্র করা নিন্দনীয়। কনস্যুলেট সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের কাছে বিষয়টি উত্থাপন করেছে।
আরও পড়ুন- ১২ দিনে ২১,০০০ গ্রেফতারি! ভয়ঙ্কর তথ্য প্রকাশ করল ইরান সরকার
কনস্যুলেট এক্স পোস্টে জানিয়েছেন, আজ কনসাল জেনারেল গ্রিনউডের মেয়র সহ ভক্ত এবং স্থানীয় নেতৃত্বের এক সমাবেশে ভাষণ দেন, সেখানে ঐক্য ও সংহতি এবং দুর্বৃত্তদের একজোট হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, এক বছরের কম সময়ের মধ্যে এই নিয়ে চার বার গ্রিনউডের বিএপিএস মন্দিরে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটল। খালিস্তানিরা বোঝাতে চায়, আমেরিকায় বসবাসকারী ‘হিন্দুত্ব’কে তারা ঘৃণা করে। এইভাবেই বার বার তারা কর্মকাণ্ড ঘটিয়ে থাকে।
এর আগে গত মার্চেও দক্ষিণ ক্যালোফোর্ণিয়ার একটি হিন্দু মন্দিরে হিন্দু ও ভারত বিরোধী পোস্টার লাগানো হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানায় ভারতের বিদেশ মন্ত্রণালয়, যারা অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
২০২৪ সালেও নিউ ইয়র্কের জনপ্রিয় বিএপিএস স্বামীনারায়ণ মন্দিরে ভাঙচুর চালানো হয়, ভারত বিরোধী স্লোগান লেখা হয়।
দেখুন আরও খবর-