বীরভূম: বীরভূমের (Birbhum) নানুরের হাটসেরান্দি গ্রামে ফের জৌলুস মণ্ডল বাড়ির পুজোয়। প্রায় ১৫০ বছরের পুরনো এই ঐতিহ্যবাহী দুর্গোৎসবের (Durga Puja 2025) কেন্দ্রবিন্দুতেই থাকেন তৃণমূলের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তিহাড় থেকে মুক্তির পর আবারও রাজনীতির মাটিতে সক্রিয় তিনি, আর সেই সঙ্গেই নিজের গ্রামের পুজোয় যোগ দিয়ে যেন ফেরালেন পুরনো দিন।
অনুব্রত মণ্ডল কলকাতা টিভিকে জানালেন, “আমাদের বাড়ির ঠাকুর মাটির। সব নিয়ম-কানুন মেনেই পুজো হয়। ষষ্ঠী বা সপ্তমীর দিন আগে নিজের মায়ের মুখ দেখি, তারপর অন্য মায়ের মুখ দেখি।”
পুজোর চারদিনের রুটিনও তাঁর নির্দিষ্ট। প্রতিদিন সকালে স্নান সেরে সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে গ্রামের বাড়িতে যান, বিকেলে আবার ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে ফেরেন।
নিজের আবেগ প্রকাশ করে তিনি বলেন, “এটা পূর্বপুরুষের পুজো। ছোটবেলা থেকে দেখে আসছি। ভালো লাগে সবার সঙ্গে বসে কথা বলতে। গ্রামের মানুষের মন খুব নিষ্পাপ। সবাইকে নিয়ে চলে।”
গ্রামের মানুষও ফের পুরনো চেহারায় ‘কেষ্ট মোড়ল’-এর উপস্থিতিতে ভরসা খুঁজে পাচ্ছেন। তাই হাটসেরান্দির এই প্রাচীন দুর্গোৎসব এখন আরও রঙিন, আরও প্রাণবন্ত।
দেখুন আরও খবর: