ওয়েব ডেস্ক: সদ্য সামনে এসেছে ধূমকেতু ছবির দ্বিতীয় গান ‘মা’। অনুপম রায় এই গানটি গেয়েছেন। এবার কানাডায় দাঁড়িয়ে একগুচ্ছ ছবি পোস্ট করলেন অনুপম। যার ব্যাকগ্রাউন্ডে চলছে তাঁরই গলায় মা গান।
তাঁর গানে কখনও প্রেমের বার্তা থাকে, আবার কখনও ছেড়ে যাওয়ার কথা, ব্যথা, বেদনা। তিনি হলেন অনুপম রায়। অগাষ্ট মাসেই মুক্তি পাচ্ছে দেব শুভশ্রীর জুটির অভিনীত ধুমকেতু। সমস্ত আইনি জটিলতা কাটিয়ে ৯ বছর পর বড় পর্দায় আসছে এই ছবি। আর এই ছবির সঙ্গীত পরিচালক অনুপম রায়। ধূমকেতু ছবির ‘গানে গানে ‘ গান এখন দর্শকদের মনে কার্যত সাড়া ফেলেছে। সমাজমাধ্যমে চোখ রাখলেই বিভিন্ন রিলসে ধরা পড়ছে সেই গান। এরপরই সদ্য সামনে এসেছে অনুপম রায়ের গলায় ‘মা’ গানটি।
View this post on Instagram
আরও পড়ুন: ইনস্টাগ্রাম শিখছেন অমিতাভ বচ্চন!
অনুপম অবশ্য বলেন, এই গানটিতে বোঝানও হয়েছে, একটি ছেলে যে তাঁর মায়ের কাছে শেষ বারের মতো দেখা করতে আসছে। সে জানে ভবিষ্যতে আর মায়ের সঙ্গে নাও দেখা হতে পারে। এই প্লট মাথায় রেখেই তৈরী করা হয়েছিল। তবে এবার কানাডার মাটিতে দাঁড়িয়ে একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। আর সেই ছবির ব্যাকগ্রাউন্ডে চলছে, মা গানটি।
দেখুন খবর: