ওয়েব ডেস্ক : শুক্রবার গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। এর পরের দিন অর্থাৎ শনিবার রয়েছে জন্মাষ্টমী (Janmashtami)। আর তার পরের দিনই হচ্ছে রবিবার। ফলে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে, তাহলে কি এই তিন দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক (Bank)?
স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার গোটা দেশ দুড়ে বন্ধ রয়েছে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক (Bank)। বরিবার ছুটির দিন হওয়ায় সেদিনও বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক। প্রশ্ন উঠছে তাহলে শনিবার কি খোলা থাকবে ব্যাঙ্ক? না সে দিনও বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কগুলি। তবে শনিবার বেশ কিছু রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকলেও, খোলা থাকবে অন্যান্য রাজ্যের ব্যাঙ্কগুলি।
আরও খবর : ‘ফাসট্যাগ অ্য়ানুয়াল পাস’ চালু করল পরিবহণ মন্ত্রক
মূলত, রাজ্য অনুযায়ী বেশ কিছু রাজ্যে ছুটির দিনে ফারাক থাকে। ১৬ অগাস্ট শনিবার গুজরাট, মিজোরাম, মধ্যপ্রদেশ, চণ্ডীগড়, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, সিকিম, তেলেঙ্গানা, রাজস্থান, উত্তর প্রদেশ, জম্মু, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মেঘালয়, শ্রীনগর এবং অন্ধ্র প্রদেশের মতো রাজ্যগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্কের পরিষেবা। তবে অন্যান্য বেশ কিছু রাজ্যে খোলা থাকবে ব্যাঙ্ক।
শনিবার তৃতীয় সপ্তাহ হওয়ায় ত্রিপুরা, মহারাষ্ট্র, কর্ণাটক, ওড়িশা, অসম, মণিপুর, অরুণাচল প্রদেশ, কেরল, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ, নয়াদিল্লি, গোয়া, হিমাচল প্রদেশে খোলা থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক (Bank)। সেদিন ব্যাঙ্কের সমস্ত পরিষেবা পাবেন গ্রাহকরা। এর ফলে এই সব রাজ্যগুলিতে নিজেদের গুরুত্বপূর্ণ বেশ কিছু কাজ করতে পারবেন সাধারণ মানুষ।
দেখুন অন্য খবর :