কলকাতা: সঙ্গীত প্রেমীদের কাছে অরিজিৎ সিং নামটাই কাফি। জিয়াগঞ্জের অরিজিতের খ্যাতি এখন বিশ্বজুড়ে। তাঁর প্রশংসায় সারাদিন পঞ্চমুখ থাকেন গোটা দেশবাসী। ঘনিষ্ঠ মহলের দাবি, এমনিতে তিনি একেবারেই শান্তশিষ্ট। কিন্তু সোমবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় (Viral Video) দেখা গেল সেই ঠান্ডা মাথার তারকাই হঠাৎ রেগে গেলেন। কাউকে বকতে দেখা গেল তাঁকে। সেই ভিডিও দেখে মনে করা হচ্ছে, এক অনুরাগীর কীর্তিতে বিরক্ত হয়েছিলেন তিনি।
সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তার মাঝখান দিয়ে বাইকে চড়ে অরিজিতের গাড়ি ধাওয়া করছেন কয়েক জন অনুরাগী। তাঁদের লক্ষ্য, গায়কের সঙ্গে ছবি তোলা। ধাওয়া করতে করতে অরিজিতের গাড়িকে ধরেও ফেললেন তাঁরা। গাড়িতে সামনের দিকে চালকের পাশের আসনে বসেছিলেন অরি়জিৎ। অনুরাগীরা গাড়ির কাচে এসে টোকা মারতে জানলার কাচও নামান তিনি।
তার পরেই অরিজিতের প্রথম প্রশ্ন, কত বার হর্ন বাজিয়েছ জানো? কাকে এ ভাবে বিরক্ত করছ? আমাকে না অন্য লোককে? আমার সঙ্গে দেখা করার ইচ্ছা বলে তুমি অন্যদের উপর এ ভাবে অত্যাচার করছ? অরিজিতের প্রশ্নের মুখে প্রায় নিরুত্তর অনুরাগীরা।
প্রসঙ্গত, দু’দিন আগেই ভারত-প্যাক ম্যাচে পারফর্ম করেছিলেন অরিজিৎ। ম্যাচ চলাকালীন অনুষ্কা শর্মার ছবি তুলতেও দেখা যায় তাঁকে। বিরাটকে বলেন, আই লাভ ইউ।