কলকাতা: বিজয়ের কামব্যাক। মুক্তি পেতেই বাজিমাত ‘কিংডম’-এর। দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরাকোন্ডা (Vijay Deverakonda) বুঝিয়ে দিলেন ‘কিংডম’ই (Kingdom) এবার শাসন করবে সিনেমামহল। ৩১ জুলাই মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার বহুপ্রতীক্ষিত ছবি কিংডম। মুক্তির পরই ঝড়ে গতিতে যাত্রা শুরু করল কিংডম। ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে এই ছবির ট্রেলার। শুধু তাই নয়, সেন্সর রিভিউ-এ এই ছবিকে ব্লকবাস্টার তকমাও দেওয়া হয়েছে। বুক মাই শো থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অগ্রিম বুকিং শুরু হওয়ার পর প্রথম দিন ২৯.৪ হাজার, দ্বিতীয় দিন ৩৩.৯৪ হাজার এবং তৃতীয়দিনে ৭০.৩৪ হাজার টিকিট বিক্রি হয়েছে।
‘কিংডম’ নিছকই এক অ্যাকশন ছবি নয়, ভাইয়ের প্রতি ভালবাসা, দায়িত্ববোধ ও বিপরীতে বিশ্বাসঘাতকতার এক গভীর গল্প। যাঁরা স্পাই থ্রিলারে আগ্রহী, তাঁদের জন্য এটি অবশ্যই দেখার মতো ছবি। প্রথম দিনই বক্স অফিস কাঁপালেন বিজয় দেবেরাকোন্ডা। বক্স অফিসের আগামী কয়েকদিন তাঁর জয়যাত্রাই যে চলবে, তাঁর প্রমাণ মিলল প্রথম দিনের প্রত্যেকটি শোয়ে। গোটা দেশ জুড়ে সিনেমাহলের বাইরে যেমন হাউজফুল বোর্ড, তেমনি হলের ভিতরে ভক্তদের উন্মাদনা বাঁধ ভাঙা। ছবির প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্য পর্যন্ত একেবারে টান টান উত্তেজনা। হলের ভিতরই বিজয়ের নাম নিয়ে চিল চিৎকার। বহুদিন বাদে বিজয়ের অ্য়াকশন অবতার দেখে দর্শকরা প্রথম দিনই এই ছবিকে ব্লকবাস্টার ঘোষণা করে দিয়েছে। কিংডম বিজয় দেবেরাকোন্ডার সিনে কেরিয়ারের মাইলফলক হতে চলেছে তা দর্শকদের উত্তেজনা বলে দিচ্ছে।
আরও পড়ুন: ‘না’ করেও সিদ্ধান্ত বদল, কোথায় মুক্তি পাচ্ছে ‘অঙ্ক কি কঠিন’?
অন্য খবর দেখুন