জলপাইগুড়ি: চোখ রাঙাচ্ছে নতুন রোগ। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলাজুড়ে জাপানি এনকেফেলাইটিস (Japanese Encephalitis) নিয়ে উদ্বেগ বাড়ছে। এখনও পর্যন্ত জেলায় এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। এবার সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার সদর ব্লক প্রশাসনের উদ্যোগে জরুরি সচেতনতা শিবির ও প্রশিক্ষণ শিবিরের (Awareness and Training Camp) আয়োজন করা হল।
এদিন জলপাইগুড়ি শহরের আর্ট গ্যালারি প্রেক্ষাগৃহে ব্লকের আশাকর্মী, অঙ্গনওয়ারি কর্মীদের (Anganwadi Worker) পাশাপাশি ব্লকের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের নিয়ে সচেতনতা মূলক শিবিরের আয়োজন করা হল। শিবির থেকে জাপানি এনকেফেলাইটিস (Japanese Encephalitis), ডেঙ্গি (Dengue), ম্যালেরিয়া (Malaria) সহ একাধিক বিষয়কে কেন্দ্র করে চলল প্রশিক্ষণ শিবির। সদর বিডিও মিহির কর্মকার জানিয়েছেন, পরিস্থিতি যাতে বেগতিক না হয় সেই কারণেই মূলত আগেভাবে বাড়তি সচেতনতার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন:মহারাষ্ট্রে বাংলার পরিযায়ী শ্রমিককে কুপিয়ে খুন
উল্লেখ্য, জাপানি এনকেফেলাইটিস হল একটি মশাবাহিত রোগ। এখনও পর্যন্ত এই রোগে জলপাইগুড়ি জেলায় মোট ৬ জন আক্রান্তের খবর মিলেছে। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় গত দু’দিন আগে স্বাস্থ্য দফতরের দল এলাকা ঘুরে দেখেন। জমা জলে মশার লার্ভা থাকার এই আশঙ্কায় এলাকার সাফ সাফাইয়ের উপর বাড়তি নজর দেওয়া হচ্ছে। আক্রান্তদের এলাকায় শূকরের ফার্ম রয়েছে কি না তাও দেখা হয়েছে।
দেখুন অন্য খবর