ওয়েব ডেস্ক : পাকিস্তানের (Pakistan) সঙ্গে বাণিজ্যচুক্তি সেরে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি জানিয়েছিলেন, পাকিস্তানে যে তেলের ভান্ডার রয়েছে তার উন্নতি সাধনের জন্য আমেরিকা (America) ও ইসলামাবাদ একসঙ্গে কাজ করবে। তবে এ নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে খোঁচা দিয়েছেন বোলচ নেতা মির ইয়ার বালোচ। তিনি বলেছেন, যে প্রাকৃতিক সম্পদের উন্নতির কথা বলা হয়েছে তা বোলোচদের। আর বালোচ যে পাকিস্তান নয় সেটা জানিয়েছেন তিনি। এর ফলে ভবিষ্যতে এ নিয়ে জটিল সমস্যার মুখোমুখি হতে পারে ট্রাম্প প্রশাসন।
এক্স হ্যান্ডেলে মির ইয়ার বালোচ লিখেছেন, বালোচিস্তানকে (Balochistan) বিক্রি করা যাবে না। তেল, প্রাকৃতিক গ্যাস, তামা, লিথিয়াম, ইউরেনিয়াম এবং বিরল খনিজসমৃদ্ধ সব বালোচিস্তানে রয়েছে। আর বালোচিস্তান পাকিস্তানের অবৈধ দখলে রয়েছে। এই সম্পদগুলো পাকিস্তানের বলে যে দাবি করা হচ্ছে, তা মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বালোচিস্তানের সম্পদ আত্মসাতের অপচেষ্টা। সঙ্গে তিনি জানান, পাকিস্তানের সামরিক নেতৃত্ব, বিশেষ করে জেনারেল আসিম মুনির ট্রাম্প প্রশাসনকে ভুল বুঝিয়েছেন।
আরও খবর : বাংলাদেশের উপর ১৭% শুল্ক হ্রাস আমেরিকার, কী বললেন ইউনুস?
তিনি আরও বলেছেন, বালোচদের সম্মতি ছাড়া পাকিস্তান, চীন কিংবা অন্য কোনও বিদেশি শক্তিকে আমরা আমাদের ভূমি কিংবা সম্পদ ব্যবহার করতে দেব না। তিনি দাবি করেছেন, পাকিস্তানের সঙ্গে আমেরিকার এই চুক্তির ফলে শক্তিশালী হবে আইএসআই। যার ফলস্বরুপ গোটা বিশ্বজুড়ে জঙ্গি কার্ষকলাপ বাড়বে।
নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশালে ট্রাম্প সম্প্রতি জানিয়েছিলেন, “আমরা পাকিস্তানের (Pakistan) সঙ্গে একটি চুক্তি সাক্ষর করেছি। যার ফলে পাকিস্তানে যে তেলের ভাণ্ডার রয়েছে, তার উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করবে দু’দেশ। তবে কোন কম্পানি তেল উত্তোলনের কাজ করবে, তা ঠিক করবে ওয়াশিংটন। কে জানে, হয়তো তারা একদিন ভারতে তেল বিক্রি করবে!” তবে বালোচ নেতার এই মন্তব্যের পর পাকিস্তানে তেল ভান্ডারের কতটা উন্নতি সাধন করতে পারবে ট্রাম্প প্রশাসন?তা নিয়ে প্রশ্ন উঠছে।
দেখুন আরও খবর :