ওয়েব ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) ময়মনসিংহে সত্যজিৎ রায়ের (Satyajit Ray) পৈতৃক বাড়ি (Satyajit Ray Ancestral House) ভাঙার কাজ স্থগিত করে করল ইউনুস সরকার। সেই সঙ্গে গঠন করা হয়েছে একটি কমিটি। এই কমিটির দায়িত্ব হবে কী ভাবে ঐতিহ্যবাহী এই বাড়িটি পুনর্গঠন বা সংরক্ষণ করা যেতে পারে, তা দেখা। ভারতের তরফে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের তরফে জানান হয়েছে, সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে ভাঙার ঘটনা নিয়ে দুই বাংলায় যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তা ‘ভুল বোঝাবুঝি’।
ময়মনসিংহের হরিকিশোর রায় চৌধুরী রোডে অবস্থিত উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর স্মৃতিবিজড়িত এই বাড়িটি বহুকাল ধরে ভগ্নদশায় ছিল। জানা গিয়েছিল, বাংলাদেশে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি ভেঙে ফেলে সেখানে নতুন শিশু অ্যাকাডেমি তৈরির সিদ্ধান্ত নিয়েছিল মহম্মদ ইউনুসের সরকার। কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে ভাঙা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের বিদেশ মন্ত্রক আর্জি জানিয়েছিল, সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িটি যাতে না ভাঙা হয়। বরং এটি পুনর্নির্মাণ ও সংরক্ষণে পাশে থাকবে ভারত সরকার। ভারতের তরফে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশের পরই বাড়ি ভাঙা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ প্রশাসন বাড়ি ভাঙার কাজ থেকে সরে এসেছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়াও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: জুলাই পদযাত্রা ঘিরে উত্তাল বাংলাদেশ, পুলিশের গুলিতে মৃত্যু ৩ জনের
সে দেশের সরকারের তরফে জানানো হয়েছে, একশো বছরের পুরনো ঐতিহ্যবাহী এই বাড়িটি কীভাবে সংরক্ষণ করা যেতে পারে, তা খতিয়ে দেখা। পাশাপাশি বাংলাদেশের তরফে জানানো হয়েছে, সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িটি ভাঙার নিয়ে যে প্রতিক্রিয়া দেখানো হয়েছে, তা নেহাত ভুল বোঝাবুঝি। বাড়িটি ভগ্নদশায় থাকায় সুরক্ষার কথা ভেবেই ভাঙা শুরু হয়েছিল। তবে নতুন করে সেখানে একটি আধুনিক কংক্রিটের ভবন নির্মাণ করে সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ছিল প্রশাসনের।
অন্য খবর দেখুন