কলকাতা: বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের অনুরোধে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আসছেন নোবেলবিজয়ী মহম্মদ ইউনুস (Mohammad Yunus)। বৃহস্পতিবার বাংলাদেশে ফিরেছেন নোবেলজয়ী, অর্থনীতিবিদ ইউনুস। দায়িত্ব নেওয়ার আগেই বারত সহ প্রতিবেশী দেশদের বার্তাও দিলেন মহম্মদ ইউনুস। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দায়িত্ব নিয়ে তাঁর প্রথম কাজই হবে দেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা। বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতি শুধু বাংলাদেশের জন্য নয়, তার প্রতিবেশি দেশগুলির পক্ষেও বিপজ্জনক হবে বলে সতর্ক করেছেন ইউনুস। তিনি জানান, বাংলাদেশ অস্থিতিশীল থাকলে ভারতের উত্তর–পূর্বের রাজ্যগুলি,পশ্চিমবঙ্গ,মায়ানমার- সব জায়গাতেই তার প্রভাব পড়বে।
হাসিনা সরকারর পতনের পর আজ বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ। বাংলাদেশি সময়ে বৃহস্পতিবার রাত ৮টায় এই শপথ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন সেদেশের স… নোবেল বিজয়ী ড. মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা ১৫ জন হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এই সরকারের প্রধান মহম্মদ ইউনুস বলেন, মনে রাখতে হবে, বাংলাদেশ ১৭ কোটি মানুষের দেশ। এই জনসংখ্যার অধিকাংশই যুব সম্প্রদায়। জীবনে তারা কেউ ভোট দিতে পারেননি। সেই অধিকার ফিরিয়ে দেওয়াই হবে প্রধান কাজ। ওখান থেকেই আমাদের শুরু করতে হবে। দেশে গণতন্ত্র ফিরে আসবে। শেখ হাসিনার পদত্যাগের পরও বাংলাদেশে হিংসা থামছে না। হাসিনার দেশত্যাগের পর থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ২৩২ জনের মৃত্যু হয়েছে। এই হিংসার দায় শেখ হাসিনার উপর চাপিয়েছেন ইউনুস।
আরও পড়ুন: বাংলাদেশ সীমান্তে লক্ষাধিক লোক ভারতে আসার অপেক্ষায়
একাধারে বাংলাদেশ গ্রামীণ ব্যাঙ্কের (Grameen Bank) প্রতিষ্ঠাতা, অর্থনীতিবিদ, সমাজকর্মী ইউনুস বলছেন, তাঁর দেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ এখন একনায়কতন্ত্র থেকে মুক্ত। এক ভারতীয় সংবাদমাধ্যমকে এই কথা বলেছেন তিনি। এই বিজয় এনে দেওয়ার জন্য দেশের তরুণ প্রজন্মকে ধন্যবাদ জানিয়েছেন ইউনুস। নতুন করে শুরুর প্রত্যয় নিয়ে সুন্দর দেশ গড়ার অঙ্গীকার করেছেন নোবেলজয়ী।
অন্য খবর দেখুন