ওয়েব ডেস্ক : এসটিএফের (STF) হাতে গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী! তাকে নদিয়ার (Nadia) তেহট্ট থেকে গ্রেফতার করে তদন্তকারীরা। এই ঘটনায় তেহট্টজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ওই দুষ্কৃতী ওপার বাংলা থেকে পশ্চিমবঙ্গে এসে সাধুর বেশে আত্মগোপন করেছিল।
পুলিশ সূত্রে খবর, ওই দুষ্কৃতীর নাম মহম্মদ হাসেম মল্লিক ওরফে হাসেম আলি মল্লিক(৬০)। অভিযুক্ত বাংলাদেশে (Bangladesh) এক অপরাধের সঙ্গে যুক্ত বলে খবর। তা থেকেই বাঁচতে সে তেহট্ট বালিউরা পূর্ব পাড়ায় আত্মগোপন করেছিল সাধু বেশে। তৈরি করেছিল ভুয়ো ভারতীয় পরিচয়পত্রও। সম্প্রতি এক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করছিল তদন্তকারীরা। এর পরেই ওই বাংলাদেশি বৃদ্ধকে গ্রেফতার করা হয়।
আরও খবর : বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, জাতীয় সড়কের একাংশ ভেঙে তিস্তার গর্ভে
জানা গিয়েছে, তদন্ত চলাকালীন ওই বৃদ্ধর কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র চায় পুলিশ (Police)। কিন্তু তা দেখাতে পারেনি ওই বৃদ্ধ। এর পরেই তাকে গ্রেফতার করে পুলিশ। বাংলাদেশে (Bangladesh) অপরাধের মামলা থেকে বাঁচতে সে এপার বাংলায় পালিয়ে আসে বলে ইতিমধ্যে ওই বৃদ্ধ স্বীকার করেছে বলে দাবি পুলিশের। অভিযুক্ত জানায় ভারতে থাকার জন্য সে জাল নথিও তৈরি করেছিল। আজ তাকে তেহট্ট মহকুমা আদালতে পেশ করে এসটিএফ। তাকে হেফাজতের আবেদন জানানো হয়েছে বলে খবর।
কীভাবে ওই বৃদ্ধ ভারতে (India) এলেন ? একা, না সঙ্গে অন্য কেউ এসেছেন? ভারতে কোনও ধরণের নাশকতার ছক ওই বৃদ্ধর ছিল কি না, তা সব খতিয়ে দেখছে পুলিশ। ফরেন অ্যাক্ট ও ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
দেখুন অন্য খবর :