ক্যানিং: দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালী ভান্ডারী পাড়ার আকবর আলী মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ (Canning Police Station)। গোপন সূত্র খবর পেয়ে মঙ্গলবার রাতে তাকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদের জন্য।
বাংলাদেশি এই নাগরিক দীর্ঘ ১৫-১৬ বছর ধরে ভারতে বসবাস করছিল। সে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। পুলিশ তার কাছ থেকে বাংলাদেশের ভোটার কার্ড উদ্ধার করেছে। সেখানে তার নাম মোহাম্মদ আকবর আলী গাজী বলে লেখা রয়েছে। কিন্তু পুলিশের দাবি, ভারতে আকবর আলী মোল্লা নামে সে বসবাস করছিল।
আরও পড়ুন: ফের গোষ্ঠীদ্বন্দ্বে কেষ্ট ও কাজলের অনুগামীরা, আহত চার
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, তার কাছ থেকে ভারতের যে ভোটার কার্ড উদ্ধার হয়েছে সেটা কীভাবে তৈরি করা হল তা জানতেই তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে আলিপুর আদালতে পাঠিয়েছে ক্যানিং থানার পুলিশ (Canning Police Station)। তদন্তের স্বার্থে পুলিশ তাকে সাত দিনের পুলিশি হেফাজতে রাখার আবেদন জানাবে আদালতে। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তার দুটি আধার কার্ড ব্যবহারের কারণই বা কী তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
দেখুন অন্য খবর