Tuesday, August 5, 2025
HomeScroll১২ নিরাপত্তাকর্মী সাসপেন্ড বর্ধমান বিশ্ববিদ্যালয়ে

১২ নিরাপত্তাকর্মী সাসপেন্ড বর্ধমান বিশ্ববিদ্যালয়ে

নিরাপত্তার কাজে গাফিলতির অভিযোগ

Follow Us :

পূর্ব বর্ধমান: ১২ জন নিরাপত্তাকর্মীকে সাসপেন্ড (Suspends Security) করল বর্ধমান বিশ্ববিদ্যালয় (Bardhaman University)। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন ওঠে। এসএফআই নিরাপত্তার দাবিতে অন্তর্বর্তী উপাচার্যকে স্মারকলিপিও দেয়। এরই মধ্যে গত মঙ্গলবার গোলাপবাগ ক্যাম্পাসে এক যুবতীর পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়ায়। সেখানকার একটি জলাশয়ে দেহটি ভাসতে দেখা যায়। এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। নিরাপত্তা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও উদ্বিগ্ন। নিরাপত্তাকর্মীদের নিয়েও নানা অভিযোগ রয়েছে। তাঁদের বার্তা দিতেই ১২ জনকে সাসপেন্ড করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের লহর থেকে মঙ্গলবার এক যুবতীর পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে। মৃত যুবতীর নাম পরিচয় জানা যায়নি। মঙ্গলবার সকালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের হঠাৎই ওই যুবতীর দেহ ভাসতে দেখেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। এরপরেই বর্ধমান থানার পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করে বর্ধমান থানার পুলিশ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পরিচয়হীন তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় পদক্ষেপ করলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ১২ জন অস্থায়ী নিরাপত্তাকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। নিরাপত্তার কাজে গাফিলতির অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

আরও পড়ুন: অনুপ্রবেশের চেষ্টা, বাংলাদেশিসহ গ্রেফতার ৬

বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে কিছু মহল থেকে প্রশ্ন উঠেছিল। বাম ছাত্র সংগঠন এসএফআই এর পক্ষ থেকেও বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেয় নিরাপত্তার বিষয়ে। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, অধ্যাপক থেকে কর্মচারীদের মধ্যে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এরা সকলেই বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী কর্মী। বিশ্ববিদ্যালয়ের কো-অপারেটিভের মাধ্যমেই এদের নিয়োগ করা হয়। আপাতত বিশ্ববিদ্যালয়ের অনান্য নিরাপত্তা কর্মীদের দিয়ে এদের মধ্যে সাতজনের অতিরিক্ত কাজ করানো হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে বিষয়টি খতিয়ে দেখার বার্তা দেওয়া হয়েছে। কাজে গাফিলতির জন্য অস্থায়ী নিরাপত্তাকর্মীদের আপাতত বসিয়ে দেওয়া হয়েছে।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39