কলকাতা: যাত্রীসংখ্যা কম, এই অজুহাতে একের পর এক স্টেশন থেকে বুকিং কাউন্টার (Ticket Counter) তুলে দিচ্ছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। এবার সেই তালিকায় জুড়ে গেল আরেক স্টেশনের নাম। বৃহস্পতিবার থেকে উঠে গেল ইস্ট-ওয়েস্ট মেট্রো (East West Metro) রুটের বেঙ্গল কেমিক্যাল স্টেশনের (Bengal Chemical Metro Station) বুকিং কাউন্টার। এদিন থেকে এই স্টেশনে যাতায়াত করতে হলে যাত্রীদের টিকিট বা স্মার্ট কার্ড রিচার্জের জন্য শুধুমাত্র অটোমেটেড মেশিন ব্যবহার করতে হবে। ফলে বেঙ্গল কেমিক্যাল স্টেশনটি কলকাতা মেট্রোর এই রুটের প্রথম বুকিং কাউন্টারবিহীন স্টেশন হিসেবে চিহ্নিত হল। এর আগে জোকা-মাঝেরহাট এবং নিউ গড়িয়া-রুবি মেট্রোপথের কয়েকটি স্টেশনেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বেঙ্গল কেমিক্যাল স্টেশনটি শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যাওয়া রুটের অন্তর্গত হলেও, মেট্রো কর্তৃপক্ষের মতে, এখানে যাত্রী ওঠানামার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম। ফলে বুকিং কাউন্টার চালু রাখার প্রয়োজন সেভাবে নেই। তাই এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে বলেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তাঁদের মতে, যাত্রীদের সুবিধার্থে আধুনিক প্রযুক্তি নির্ভর ইলেকট্রনিক টিকিটিং ব্যবস্থা চালু করার ফলে সময় ও শক্তি সাশ্রয় হবে। যাত্রীরা তাদের স্মার্ট কার্ড বা টিকিট সংগ্রহ করতে পারবেন দ্রুত এবং সহজে।
আরও পড়ুন: দুর্ঘটনা এড়াতে সরকারি ও বেসরকারি বাসে এবার চালু হবে অ্যাপ পরিষেবা
এখন প্রশ্ন হচ্ছে, মেট্রোয় যাতায়াতের ক্ষেত্রে টিকিট নেওয়ার এই নতুন প্রযুক্তি যাত্রীদের জন্য কতটা সুবিধাজনক? এই বিষয়ে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ইলেকট্রনিক টিকিটিং মেশিন এবং স্মার্ট কার্ড রিচার্জ সিস্টেম আরও উন্নত করা হবে। এর ফলে যাত্রীদের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর ঝামেলা থাকবে না। পাশাপাশি, যাত্রীরা খুব কম সময়েই টিকিট সংগ্রহ করতে পারবেন। যদিও যাত্রীদের একাংশ এই পরিবর্তনে অখুশি। তাঁদের মতে, স্টেশনে কাউন্টার থাকলে সরাসরি পরিষেবা পাওয়া যায়। এক্ষেত্রে অনেকেই অসুবিধার সম্মুখীন হবে বলে জানিয়েছেন তাঁরা।
দেখুন আরও খবর: