নয়া দিল্লি: ৭৯ তম স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) লালকেল্লার ভাষণে উঠে এল বাংলা ভাষা (Bengali Language) প্রসঙ্গ। যে ইস্যু নিয়ে বিগত কয়েক মাস ধরে জাতীয় রাজনীতি উত্তাল, সেই বিষয় নিয়ে লালকেল্লা (Red Fort) থেকে মুখ খুললেন মোদি। বিশেষজ্ঞদের মতে, বাংলা ভাষা নিয়ে তিনি এদিন যা বললেন তাতে সম্প্রতি তৈরি হওয়া বিতর্কে অনেকটাই জল পড়ল।
লালকেল্লা থেকে দীর্ঘতম ভাষণের রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বছর মোট ১০৩ মিনিট ভাষণ দিয়েছেন তিনি। পরিসংখ্যান বলছে, এ যাবৎকালে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর দীর্ঘতম ভাষণ এটি। তবে লালকেল্লা থেকে বাংলা ভাষার প্রশংসা প্রধানমন্ত্রীর। তিনি বলেন, ‘বৈচিত্র্যই আমাদের সংস্কৃতি, আমাদের দেশের শক্তি। আমাদের গৌরব। মহাকুম্ভে সেই বৈচিত্র্যের উদযাপন আমরা দেখেছি। বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। সব ভাষা নিয়েই আমাদের গর্ব হওয়া উচিত।’ প্রধানমন্ত্রীর এই একটি মন্তব্যই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
আরও পড়ুন: কমবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম: প্রধানমন্ত্রী
বিভিন্ন ভাষার প্রসঙ্গে তিনি বলেন, ”ভাষার বৈচিত্র্যও রয়েছে আমাদের দেশে। এর মধ্যে মারাঠি, অহমিয়া, বাংলা, পালি, প্রাকৃতকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। এই ভাষাই আমাদের জ্ঞানের উৎস। সমস্ত ভাষা নিয়ে ভারতবাসীর গর্ব হওয়া উচিত।” মোদির কথায়, “বিশ্বের কাছেও এই বিষয়টি খুব আশ্চর্যের যে, এত ভিন্নতা নিয়েও ভারত এক। তাই মনে রাখতে হবে, সব ভাষাকে সম্মান দিতে হবে। কারণ সব ভাষা থেকেই কিছু না কিছু শেখার রয়েছে, আর শিখতে শিখতেই জ্ঞানের ভাণ্ডার আরও বাড়বে।”
দেখুন খবর: