ওয়েব ডেস্ক : বাংলাভাষীদের উপর দুর্ব্যাবহারের অভিযোগ উঠেছে বিজেপি (BJP) শাসিত রাজ্যগুলিতে। তার প্রতিবাদে এবার রাস্তায় নামতে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। আগামী ১৬ জুলাই কলকাতায় মিছিল করতে চলেছে তৃণমূল। এই মিছিলের নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে এই মিছিল যাবে ডোরিনা ক্রসিংয়ে। জানা যাচ্ছে, এতে বিভিন্ন জায়গা থেকে মিছিলে যোগ দেবেন তৃণমূল কর্মীরা।
বেশ কিছু সময় ধরে গুজরাট (Gujrat), মহারাষ্ট্র (Maharastra), ওড়িশা (Odisha) সহ একাধিক রাজ্যে বাংলায় কথা বললে বাঙালিদের বাংলাদেশি বলে আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে কিছু দিন আগেই সরব হতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। সম্প্রতি তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছিল, দিল্লির বসন্তকুঞ্জে বাঙালি বাসিন্দাদের উপর অত্যাচার করা হচ্ছে। এর পরেই সেখানে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল তৃণমূল। সেই দলে ছিলেন রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে সাগরিকা ঘোষ ও সুখেন্দুশেখর সহ অনেকে।
আরও খবর :
অভিযোগ,শুধুমাত্র বাংলা বলার কারণেই বাংলাদেশি হিসাবে দাগিয়ে দেওয়া হচ্ছে। বিদ্যুৎ ও জলের সংযোগও বিচ্ছিন করা হচ্ছে বলে অভিযোগ। তারই প্রতিবাদে রবিবার দুপুরে এটি সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। সেখানে জানানো হয় আগামী বুধবার ভিন রাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে মিছিল করা হবে।
চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, বিজেপি শাসিত রাজ্যে অপমান করা হচ্ছে বাংলার অস্মিতাকে। এতে কেন্দ্র সরকার মদত দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তার প্রতিবাদে আগামী ১৬ জুলাই দুপুরে কলকাতায় মিছিল হবে। পাশাপাশি জেলেয় জেলায়ও মিছিল হবে বলে জানিয়েছেন তিনি।
দেখুন অন্য খবর :