skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeScrollলক্ষ কণ্ঠে গীতাপাঠের ভূমিপুজো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে

লক্ষ কণ্ঠে গীতাপাঠের ভূমিপুজো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে

খুঁটিপুজোতে আনা হল গঙ্গার জল, কুরুক্ষেত্রের মাটি, জগন্নাথের ধ্বজা

Follow Us :

কলকাতা: লক্ষ কণ্ঠে গীতাপাঠের (Bhagavad Gita Reciting Program) প্রস্তুতি শুরু ময়দানে। শনিবার কলকাতার ময়দান (Kolkata Maidan) চত্বরে গীতাপাঠ অনুষ্ঠানে ভূমিপুজো (Bhagavad Gita Khuti Puja Program) হল। উদ্যোক্তাদের পক্ষে জানানো হয়েছে, গঙ্গার জল, কুরুক্ষেত্রের মাটি ও জগন্নাথ মন্দিরের ধ্বজা- এই তিন উপকরণ দিয়ে এ দিন হয়েছে খুঁটি পুজোর হয়। লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা রয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার বিষয়ে এখনও কোনও সবুজ সঙ্কেত মেলেনি বলে জানিয়েছেন উদ্যোক্তারা৷

এদিন খুঁটি পুজোকে ঘিরেও সকাল থেকেই সাজ সাজ রব ব্রিগেডের প্যারেড গ্রাউন্ড। সন্ন্যাসীদের উপস্থিতিতে কয়েক ঘণ্টা ধরে চলে পুজো। বেশ কয়েকজন বিজেপি নেতাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। ভিত পুজোর পরই লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করলেন উদ্যোক্তারা। কুরুক্ষেত্র থেকে আনা মাটি গঙ্গার ঘাটে মেশানো হয়। গঙ্গাজল ও মাটি নিয়ে বাবুঘাট থেকে ব্রিগেড পর্যন্ত শোভাযাত্রা করেন সাধু-সন্ন্যাসীরা। জগন্নাথ মন্দিরের ধ্বজা উত্তোলনের পর ব্রিগেডে ভূমি পুজোও করা হয়।২৪ ডিসেম্বর সকাল ৯টায় এই অনুষ্ঠান শুরু হবে ২০ হাজার ৮টি শঙ্খধ্বনিতে।

আরও পড়ুন: সংসদ হামলার ঘটনায় দিল্লি পুলিশের সঙ্গে সক্রিয় কলকাতা পুলিশের এসটিএফও 

গীতা জয়ন্তী উপলক্ষে, গত বছর মায়াপুরের ইস্কনে ৫ হাজার মানুষকে নিয়ে গীতাপাঠের অনুষ্ঠান হয়েছিল। এবার কলকাতায় লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান হতে চলেছে। ওই অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এই অনুষ্ঠানের জন্য রাষ্ট্রপতি , প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও রাজ্যের সব বিধায়কদের আমন্ত্রণ জানানো হবে। লোকসভা নির্বাচনের আগে এবার সেই অনুষ্ঠান রাজনৈতিক দিক দিয়ে তাৎপর্যপূর্ণ।

প্রসঙ্গ, ২৪ ডিসেম্বর গীতা পাঠের অনুষ্ঠানের দিন আবার রাজ্যে প্রাথমিকের টেট পরীক্ষার দিন। পরীক্ষার দিন বদল করার জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছিল। উদ্যোক্তাদের দাবি, ওই দিন রাজ্যে প্রচুর মানুষের মসাগম হবে। তার জেরে রাস্তায় তীব্রযাট হবে। ফলে ছাত্রছাত্রীদের সমস্যায় পড়তে হবে। তারা সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবেন না। তাই পরীক্ষার দিন পরিবর্তন আর্জি জানায়। কিন্তু উদ্যোক্তাদের সেই আর্জি মেনে নেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, এই কর্মসূচিকে ব্যহত করার জন্য রাজ্য সরকার টেটের পরীক্ষার দিন বদল করল না।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular