কলকাতা: জেলবন্দি মন্ত্রী বালুকে নিয়ে বিস্ফোরক কাউন্সিলরের স্বামী। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ( Jotipriyo Mallick) সঙ্গে বিধাননগরের কাউন্সিলর নন্দিনী বন্দ্যোপাধ্যায়ের (Bidhannagar Municipality Councillors Nandini Banerjee) সঙ্গে সম্পর্কে (Extra Marital Affair) জড়িয়েছিলেন। একটি ভিডিয়োতে এমনই বিস্ফোরক দাবি করলেন কাউন্সিলরের নন্দিনী বন্দ্যোপাধ্যায়ের স্বামী। এ নিয়ে ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল। রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এরপর একের পর এক তথ্য উঠে এসেছে তাঁর বিরুদ্ধে। এবার কাউন্সিলরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ উঠল।
এই ভিডিয়োতে জয়ব্রতকে বলতে শোনা গিয়েছে, ২০১৭ সাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁর স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এমনকি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁর স্ত্রী দার্জিলিং ঘুরতে গিয়েছিলেন বলে তিনি দাবি করেছেন। তার দাবি, বিধাননগর পুরনিগমের ভোটে টিকিট পাওয়ার পর নন্দিনী তাঁর সঙ্গে যোগাযোগ করতে বারণ করে দিয়েছিলেন। ২০২১ এ ভোটে জেতার পরে নন্দিনী ফ্ল্যাট কিনে অন্যত্র চলে যায়। তবে সেই সময় তার ফ্ল্যাট কেনার সামর্থ তাঁর ছিল না। পাশাপাশি তিনি এও মনে করেন, ওই ফ্ল্যাটটি জ্যোতিপ্রিয় মল্লিকই হয়ত কিনে দিয়েছিল। সেপ্টেম্বরে নন্দিনীর সঙ্গে নতুন ফ্ল্যাটে দেখা করতে গিয়েছিলেন জয়ব্রত। কিন্তু সেই সময় তাঁর সঙ্গে দেখা করেননি নন্দিনী। যদিও পরের দিনই জয়ব্রত ব্যানার্জির বিরুদ্ধে থানায় এফআইআর করেন নন্দিনী।
আরও পড়ুন: ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মুখ ভোটের পরে: মমতা
তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে বলেও ওই ভিডিও বার্তায় দাবি করেছেন জয়ব্রত। একই ভিডিও বার্তায় জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগড়ে দিয়েছেন নন্দিনীর স্বামী। এর পাশাপাশি সমগ্র পরিস্থিতির জন্য আত্মহত্যা করার প্রবণতা তৈরি হয়েছে বলেও দাবি করেন জয়ব্রতর। ওই একই ভিডিও বার্তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন করেন নন্দিনী ব্যানার্জীর স্বামী জয়ব্রত ব্যানার্জি। নন্দিনী বন্দ্যোপাধ্যায় এই সময় ডিজিটাল-কে বলেন, ‘এই নিয়ে কোনও মন্তব্য করব না। আদালতে মামলা চলছে। তবে যাবতীয় অভিযোগ ভুয়ো।
আরও অন্য খবর দেখুন