নয়াদিল্লি: আদানি ইস্যুতে (Adani Issue) সংসদে আলোচনা করতে ভয় পায় বিজেপি (Bjp), ফের মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। বিপুল ভোটে জিতে ওয়েনাড়ের সাংসদ হয়েছেন প্রিয়াঙ্কা। তার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা।
মঙ্গলবার সাংবাদিকদের সামনে কংগ্রেস সাংসদ বলেন, ‘আমি সংসদের নয়া সদস্য। কিন্তু এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীকে আদানি ইস্যুতে সংসদে আলোচনা করতে দেখলাম না। তাহলে কেন আমরা এই ইস্যু নিয়ে আওয়াজ তুলব না? প্রিয়াঙ্কা বলেন, আমরা প্রতিদিন চাইছি আলোচনা হোক, কিন্তু তাঁরা এই ইস্যু নিয়ে আলোচনা করতে চায় না। তাই যেকোনও অছিলায় অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।
আরও পড়ুন: রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে রাজভবনে মমতা
এদিন লোকসভায় ও রাজ্যসভায় সংসদ সদস্যদের হই হট্টোগোলের কারণে শীতকালীন অধিবেশন মুলতুবি হয়ে যায়। আজও সংসদ চত্বরে একাধিক দলের সাংসদরা ‘আদানি ও মোদির’ ছবি দেওয়া ঝোলা ব্যাগ নিয়ে বিক্ষোভ দেখান, এই কালো ব্যাগে লেখা ‘মোদি-আদানি ভাই ভাই’।
কংগ্রেস সাংসদ কেসি বেনুগোপাল সরকারের বিরুদ্ধে সংসদ অচল করার অভিযোগ তোলেন।
অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, জর্জ সোরসের (আমেরিকান ধনকুবের) সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্ক কি আগে তার ব্যাখ্যা দিক কংগ্রেস।
দেখুন অন্য খবর: