কলকাতা: রবিবার নয়ডা থেকে গ্রেফতার হয়েছেন বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী। ধরা পড়েছেন তাঁর ছেলে-সহ মোট ছ’জন। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই বিস্ফোরক তথ্য এল সামনে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের পর এবার কলকাতাতেও বেশ কিছুদিন আগে বাড়ি ভাড়া নিয়েছেন বিভাস অধিকারী।
রবিবার থেকেই খবরের শিরোনামে বিভাস অধিকারী। এবার বিভাস অধিকারীর ওয়েবসাইটে প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেতা দেবাশীষ ধরের নাম। ধর্মীয় কারণেই বিভাস অধিকারীর সাথে যোগাযোগ দেবাশীষ ধরের। এছাড়াও, অ্যাডভাইজারি বোর্ডে একাধিক বিশিষ্ট ব্যক্তি। নাম রয়েছে বিচারপতি সহ একাধিক বিশিষ্টদেরও।
আরও পড়ুন: ভুয়ো দূতাবাসের পর এবার ভুয়ো পুলিশ, যোগী রাজ্যে এ কী কাণ্ড!
জানা গিয়েছে, বেলেঘাটায় একটি ফ্ল্যাটে দুটি রুম নিয়ে এই অফিস চালাতেন প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী। সেখানে একাধিক ব্যানারে লেখা রয়েছে ইন্টারন্যাশনাল পুলিশ। বড় দুটি ব্যানার ফ্ল্যাটের ব্যালকনিতে রবিবার পর্যন্ত থাকলেও, সোমবার আর দেখা মেলেনি। অর্থ্যাৎ, নয়ডা থেকে গ্রেফতারের পরই খুলে ফেলা হয় ওই ব্যানার। তবে ওই ব্যানার কে বা কারা খুলে ফেলেছেন, তা এখনও স্পষ্ঠ নয়। অন্যদিকে, বেলেঘাটা থানা থেকে দু কিমির মধ্যে এই অফিস , যা রীতিমত রমরমিয়া চলছিল। এবং সেখানে নীল বাতির গাড়ি ও সশস্ত্র সিকিউরিটি নিয়ে আসতেন বিভাস অধিকারী।
দেখুন খবর: