Sunday, August 3, 2025
HomeScrollবাংলার বাড়ি প্রকল্পে কাটমানি চাওয়ার অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে
Arambagh Incident

বাংলার বাড়ি প্রকল্পে কাটমানি চাওয়ার অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে

বাড়ি তৈরির টাকায় দশ হাজার কাটমানি, অভিযোগ অস্বীকার বিজেপির পঞ্চায়েত সদস্যার

Follow Us :

আরামবাগ: কেন্দ্রীয় সরকারের সাহায্য না পেয়ে রাজ্য সরকার নিজস্ব তহবিল (Fund) থেকে বাংলার বাড়ি প্রকল্পে ঘর তৈরির জন্য টাকা দিচ্ছে। গরিব পরিবারগুলিকে মাথার উপরে পাকা ছাদের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।  এবার রাজ্য সরকারের ‘বাংলার বাড়ি’ (Banglar Bari Scheme) প্রকল্পের টাকা (Money) থেকে কাটমানি চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্যা ও তাঁর স্বামীর বিরুদ্ধে। যা নিয়ে এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে। ঘটনাটি আরামবাগের খানাকুল-২ নম্বর (Khanakul 2) ব্লকের জগৎপুর গ্রাম পঞ্চায়েতের জগৎপুর দক্ষিণপাড়া এলাকার।

জানা গিয়েছে, ওই এলাকায় ‘বাংলার বাড়ি’ প্রকল্পে উত্তম কোটাল, আরতি কোটাল, সোমা কোটাল, মাম্পি পোল্লে সহ অন্যান্য কয়েকজনের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকেছে। উপভোক্তাদের অভিযোগ, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে জানতে পেরেই ওই এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্যা অপর্ণা বর ও তাঁর স্বামী বুধন বর তাঁদের কাছে দশ হাজার টাকা করে কাটমানি দাবি করেছেন। কখনও তাঁদের বাড়ি গিয়ে, আবার কখনও নিজেদের বাড়িতে ডেকে তাঁদেরকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। নাহলে দ্বিতীয় কিস্তির টাকা বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাই শনিবার তাঁরা খানাকুল দু’নম্বর বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি পঞ্চায়েত সদস্যা অপর্ণা বর। তাঁর দাবি, বিজেপির পরিচালিত পঞ্চায়েতকে দুর্নাম করার জন্য কিছু লোক অর্থাৎ বিরোধীরা ইচ্ছাকৃতভাবে অপপ্রচার চালাচ্ছে। এটা একটা ষড়যন্ত্র। আর পঞ্চায়েত প্রধানও বলেন, এই বিষয়ে তাঁকে কেউ কিছু জানাননি। বিষয় টি নিয়ে এলাকায় শোরগোল।

আরও পড়ুন: নদীতে জাল ফেলতেই উঠে এল রহস্যময় মূর্তি! হইচই বাঁকুড়ায়

দেখুন অন্য খবর: 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39