ওয়েবডেস্ক- সিপি রাধাকৃষ্ণণের (CP Radhakrishnan) জন্য সমর্থন আদায়ের লক্ষ্যে নেমে পড়ল গেরুয়া শিবির (Bjp)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাধাকৃষ্ণণকে জেতাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে (Congress President Mallikarjun Kharge) ফোন রাজনাথ সিংয়ের (Rajnath Singh) । সূত্রের খবর, উপরাষ্ট্রপতি পদে NDA প্রার্থীকে সমর্থনের অনুরোধ জানিয়েছেন রাজনাথ সিং। খাড়গেকে অনুরোধ জানান, উপ রাষ্ট্রপতি (Vice President) নির্বাচনে প্রার্থী না দেওয়ার জন্য। ইন্ডিয়া জোট (India Bloc) যাতে প্রার্থী না দেয় সে অনুরোধ আগেই জানান বিজেপি সভাপতি জেপি নাড্ডা। যদিও রাজনাথের অনুরোধ ইন্ডিয়া জোট রাখবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
প্রসঙ্গত, গত ২১ জুলাই উপ রাষ্ট্রপতির পদ থেকে আচমকাই ইস্তফা দেন জগদীপ ধনখড়। তার পরেই উত্তরসূরি খোঁজার পর্ব শুরু হয়। আগামী ৯ সেপ্টেম্বর হতে চলেছে উপরাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনের দায়িত্ব এনডিএ-র তরফে দেওয়া হয়েছে রাজনাথ সিংকে। অপরদিকে নির্বাচনী এজেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে কিরেন রিজিজুকে। দায়িত্ব পেয়ে ময়দানে নেমে পড়েছেন রাজনাথ সিং। কংগ্রেসের মল্লিকার্জ্জুন খাড়গেকে ফোন করে, উপরাষ্ট্রপতি পদে পদপ্রার্থী না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। সেইসঙ্গে জেপি নাড্ডাও জানান, বিরোধীদের কাছে একই অনুরোধ রাখবেন তিনি। নাড্ডা জানিয়েছিলেন, রাধাকৃষ্ণণকে জেতানো যায় এই বিষয়ে বিরোধীদের কথা বলবেন তিনি। সেই সঙ্গে তিনি জানান, এনডিএ শিবিরের সমস্ত নেতৃত্বের সমর্থন আমাদের রয়েছে। যাতে ওনাদেরও সমর্থন পাওয়া যায়, তার চেষ্টা করবেন তিনি।
আরও পড়ুন- উপরাষ্ট্রপতি পদে এনডিএ জোটের প্রার্থী ঘোষণা
অপরদিকে জানা গেছে, রাধাকৃষ্ণণের প্রতিপক্ষ হিসাবে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুরই একজন রাজনীতিবিদকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করতে চায় বিরোধী জোট। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে, মহারাষ্ট্রে, বাংলায় আঞ্চলিক ভাষা বিতর্ক নিয়ে চাপানউতোর শুরু হয়েছে। আবার কারণ তামিলনাড়ুতে হিন্দি ভাষা বিতর্ক চূড়ান্ত রূপ নিয়েছে। এই অবস্থায় বিরোধী দলগুলির বক্তব্য, তামিলদের স্বার্থরক্ষায় আদৌ আগ্রহী নয়, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যও আস্থাভাজন রাধাকৃষ্ণণকে উপ রাষ্ট্রপতি পদে দেখতে মরিয়া বিজেপি।
দেখুন আরও খবর-