ওয়েব ডেস্ক : মস্কোয় আচমকা বোমা বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণে নিহত রাশিয়ার পরমাণু বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ। তাঁর আবাসনের সামনেই একট ইলেকট্রিক স্কুটারে রাখা ছিল বোমা। কিরিলোভ আবাসন থেকে বেরতেই সেটি আচমকা ফেটে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন তিনি। অন্য আর এক জায়গায় আবার এক বিস্ফোরণে মৃত্যু হয়েছে কিরিলোভের সহযোগীরও।
আরও পড়ুন :
ইতিমধ্যে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে রুশ প্রশাসন। যেখানে প্রশ্ন উঠছে, ঘটনার নেপথ্যে কি রয়েছে ইউক্রেন? মস্কোয় কি গোপনে অভিযান চালাচ্ছে কিয়েভের ঘাতক বাহিনীর? এএফপি সূত্রে খবর মিলছে, ২০১৭ সাল থেকে রাশিয়ার পরমাণু বাহিনীর প্রধানের পদে রয়েছেন ইগর কিরিলোভ। ইউক্রেনের সঙ্গে যখন যুদ্ধ শুরু হয় তখন থেকেই কিয়েভে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
ঠিক যে কারণে চলতি বছরের অক্টোবর মাসে কিরিলোভের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ব্রিটেন। আবার তাৎপর্যপূর্ণভাবে, সোমবারই ইউক্রেনের সরকারি আইনজীবীরা রুশ অফিসার -কে ইউক্রেনে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্রের ব্যবহার-এর জন্য অভিযুক্ত করেছে। এইসব অভিযোগ নস্যাৎ করে দিয়েছে মস্কো। আজ মঙ্গলবার নিজের আবাসনের সামনেই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কিরিলোভ। শুধু তাই নয়, একইভাবে এদিন নিজের বিল্ডিংয়ের সামনেই মৃত্যু হয় কিরিলোভের সহযোগীর।
সম্প্রতি প্রাপ্ত জানা গিয়েছে, ক্রেমলিন থেকে মোট ৭ কিলোমিটার দূরে অবস্থিত রিয়াজানস্কি প্রসপেক্ট এলাকায় এক আবাসনের সামনে বিস্ফোরণ ঘটে। এ নিয়ে রাশিয়ার তদন্তকারী কমিটি বিবৃতি দিয়ে জানায় যে, ‘রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর রেডিয়েশন, কেমিক্যাল ও বায়োলজিক্যাল প্রোটেকশন ফোর্সের প্রধান ইগর কিরিলোভ নিহত হয়েছেন। মৃত্যু হয়েছে তাঁর সহযোগীরও।” এই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বিল্ডিংগুলোর একাধিক ফ্লোরের কাঁচও ভেঙে গিয়েছে। সামনের দরজা খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিএনএন সূত্রে খবর মিলছে, আর অনেকেই দাবি করছেন যে মস্কো ও তার আশপাশের অঞ্চলে গোপনে অভিযান চালাচ্ছে ইউক্রেন গুপ্তঘাতকরা। উল্লেখ্য, ৩ বছর পূর্ণ হতে চললেও এখনও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অনবরত চলছে। কোনও রফাসূত্র মেলেনি। উলটে যত দিন এগিয়ে যাচ্ছে আরও ভয়ংকর রূপ নিচ্ছে দুই দেশের সংঘাত।
দেখুন আরও খবর :